Home Featured Jammu-Kashmir: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম ১ পাকিস্তানি সন্ত্রাসবাদী, নিহত আরও ১

Jammu-Kashmir: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম ১ পাকিস্তানি সন্ত্রাসবাদী, নিহত আরও ১

by Anamika Nandi
Jammu-Kashmir: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম ১ পাকিস্তানি সন্ত্রাসবাদী, নিহত আরও ১

মহানগর ডেস্ক: বারবার জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ (Jammu-Kashmir)। কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করছে জঙ্গিরা (Terrorist)। ফের নতুন করে প্রশ্ন উঠছে, আবারও কি ফিরছে নব্বইয়ের দশকের সেই ভয়াবহ দিন? এরইমধ্যে কাশ্মীর পুলিশের (Kashmir Police) তৎপরতায় খতম এক পাকিস্তানি সন্ত্রাসবাদী (Pakistani Terrorist) সহ দুই জঙ্গি। মঙ্গলবার ভোরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জেহাদি।

পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘এদিন ভোরে কুপওয়ারা জেলায় চকতারাস কান্দি এলাকায় জঙ্গিদের থাকার খবর মেলে। সেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছালে, শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর তুফাইল নামের এক পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। সেইসঙ্গে খতম হয়েছে আরও এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, মৃতরা পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য। এই নিয়ে বিগত মাসে ১০ জন জঙ্গিকে নিকাশ করা গিয়েছে।

আরও পড়ুন: ভবানীপুর কাণ্ডে CC ক্যামেরার ফুটেজ দেখে ২ সন্দেহভাজনকে চিহ্নিত পুলিশে

যদিওবা অপরদিকে হামলা হয়েছে অ-মুসলিমদের উপর। জঙ্গির গুলিতে নিহত হয়েছেন পুলিশকর্মী থেকে শুরু করে অভিনেত্রী ও কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকা। মাত্র এক মাসের মধ্যে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন দুই কাশ্মীরি পণ্ডিত। এরইমধ্যে আবার ফাঁস হয়ে গিয়েছে, পণ্ডিত শিক্ষকদের বদলির তালিকা। যেখানে কোন শিক্ষককে কোথায় বদলি করা হবে, সেই তথ্য বিস্তারিত ভাবে দেওয়া ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আঙুল উঠছে কেন্দ্রীয় সরকারের দিকে।

তবে এহেন পরিস্থিতির মাঝে উপত্যকাকে সন্ত্রাসমুক্ত করতে তৎপরতার সঙ্গে কাজ করছে কাশ্মীর পুলিশ। জঙ্গিদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বিগত দিনে একের পর এক নিকেশ করা হয়েছে জেহাদি কমান্ডারদের। কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষিত রাখতে সমস্য রকমের নিচ্ছে ভূস্বর্গের পুলিশ।

You may also like