Home Featured Andhrapradesh: কাপড়ের কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ ১৫০, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

Andhrapradesh: কাপড়ের কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ ১৫০, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

by Anamika Nandi

মহানগর ডেস্ক: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বিশাখাপত্তনমের কাছে একটি কাপড়ের কারখানায় গ্যাস লিক (Gas Leak) করে অসুস্থ হয়ে পড়েছেন ১৫০-এর কাছাকাছি শ্রমিক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে, গতকাল আনাকাপাল্লে জেলার ব্র্যান্ডিক্স নামক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ওই কারখানায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কর্মীরা। হতে থাকে শ্বাসকষ্ট, ঘোরাতে থাকে মাথা। তারপরই কর্তৃপক্ষের নজর আসে গ্যাস লিকের বিষয়টিতে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ওই প্ল্যান্টে কোনও গ্যাসের গন্ধ নেই। তবুও এলাকার সুরক্ষার্থে আপাতত প্ল্যান্টটি বন্ধ রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৭ জনকে। এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি। পুলিশ সূত্রে, রাত ন’টা নাগাদ ওই কারখানায় ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্র অসুস্থ হয়ে পড়া কর্মীদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, অনেকে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বিশাখাপত্তনম শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২ বছরে এই নিয়ে দ্বিতীয়বার গ্যাস লিকের ঘটনা ঘটল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী জি অমরনাথ জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে? তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা বাতাসের নমুনা সংগ্রহ করে সেকেন্দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিষাক্ত গ্যাসের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন কারখানার কর্মচারীরা। যেখানে মহিলারাও উপস্থিত ছিলেন। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সকলে। এর আগে ওই শিল্পাঞ্চলে এরকম গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ২০০ জন। সেবার অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে।

You may also like