Home Featured Mamata Banerjee: ১৭ হাজার চাকরি তৈরি, আদালত নির্দেশ দিলেই কাজ হয়ে যাবে: মমতা

Mamata Banerjee: ১৭ হাজার চাকরি তৈরি, আদালত নির্দেশ দিলেই কাজ হয়ে যাবে: মমতা

by Anamika Nandi
Mamata Banerjee: ১৭ হাজার চাকরি তৈরি, আদালত নির্দেশ দিলেই কাজ হয়ে যাবে: মমতা

মহানগর ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতেই তিনদিনের বর্ধমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ তার দ্বিতীয় দিন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসানসোলের পোলো গ্রাউন্ডে সভা করেন আর সেখানেই কেন্দ্রের একাধিক বিষয় নিয়ে সুর চড়িয়েছেন তিনি। ছেড়ে কথা বলেননি রাজ্যের প্রাক্তন দলকেও। উল্লেখ্য সোমবার মুখ্যমন্ত্রীর সভায় বেশ কয়েকজন চাকরিপ্রার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। পরে তাদের সঙ্গে একান্তে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের চাকরির আশ্বাসও দেন।

মঙ্গলবার ফের আসানসোলের সভায় এক চাকরিপ্রার্থী তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাওয়ায় রেগে যান মুখ্যমন্ত্রী৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওই চাকরিপ্রার্থীকে আদালতে যাওয়ার পরামর্শ দেন৷ এদিনের সভায় থেকে মুখ্যমন্ত্রী জানান, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বেশ কিছু আইনজীবী প্রতিদিন আদালতে চাকরি আটকে দেন। আদালত নির্দেশ দিলেই ১৮ হাজার চাকরি তৈরি রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, সিপিএম বিজেপির মত সন্ত্রাসবাদি দলগুলি প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সভায় এসে এই ধরনের কান্ড ঘটিয়ে থাকে।

আরও পড়ুন, ‘আসুন একসঙ্গে মিলে সমস্যার সমাধান বার করি’, বিক্ষুব্ধ নেতাদের অনুরোধ ঠাকরের

মুখ্যমন্ত্রীর কথায়, আপনারাই কোর্টে গেছেন৷ কোর্টের নির্দেশেই আমি নিয়োগ বন্ধ রেখেছি৷ আমার ১৭ হাজার চাকরি রেডি আছে৷ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আরও পাঁচ হাজার চাকরি তৈরি রেখেছি যাঁরা বঞ্চিত হয়েছিল তাঁদের জন্য৷ আদালত নির্দেশ দিলেই নিয়োগ হবে৷ কোর্ট কে দিয়ে অর্ডার করিয়ে আনুন। আমি করে দেব। কোর্ট তো বলে দিয়েছে এত লোকের চাকরি ছাঁটাই করে দিতে হবে। আমি কোর্ট যা বলবে মানব।

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর দাবি করেছেন, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য অনেক রাজ্যের থেকে ভাল।

You may also like