Home Featured Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, আহত ২২

Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, আহত ২২

by Anamika Nandi
Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, আহত ২২

মহানগর ডেস্ক: গ্যাংটক ঘুরে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়াদের বাস (Bus Accident) । ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। সূত্র অনুযায়ী, সিকিমের (Sikkim) তাদেংয়ের ছয় মাইলের কাছে একটি বড় পাথরে ধাক্কা খায় বাসটি। রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের ২২ পড়ুয়া এস্কার্শনের জন্য গিয়েছিল সিকিমে। ফেরার পথে ঘটে অঘনটি।

জানা গিয়েছে, প্রথমে রাঁচি থেকে ট্রেনে করে শিলিগুড়ি আসেন পড়ুয়ারা। সেখান থেকে মোট তিনটি বাস নিয়ে সিকিমের পথে রওনা দিয়েছিলেন তারা। এদিন ফেরার পথে ১০ নম্বর জাতীয় সড়কে অরেঞ্জ ভিলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসগুলির মধ্যে একটি। আহতদের তাদংয়ের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।

আরও পড়ুন : বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকের আগে অস্বস্তি অন্দরমহলে

এদিকে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গিয়েছে ঘটনাস্থলের ছবি ও ভিডিও। যেখানে দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে উল্টে রয়েছে বাসটি। চারপাশে ছড়িয়ে রয়েছে শিক্ষার্থীদের জিনিসপত্র। কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি হয়েছে সেখানে। অত্যন্ত পিছল রাস্তাঘাট। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই পিছল রাস্তা দিয়ে দ্রুত বাস চালাতে গিয়েই ঘটেছে অঘটন। পুলিশ আসার আগে স্থানীয়রা বাসের জানলার কাঁচ ভেঙে আহতদের উদ্ধার করে।

অন্যদিকে এদিন ভোর রাতে গ্যাংটকের কাছে ভূমি ধসে এক মহিলা ও তাঁর দুই নাবালক সন্তানের মৃত্যু হয়েছে। ঝুপড়িতে ৭ ও ১০ বছর বয়সী ২ ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলেন ২৭ বছরের ডোমা শেরপা। ভোর একটায় ভূমি ধসে তাদের ঝুপড়ি ঘর পুরোপুরি চাপা পড়ে যায়। ঘুমের মধ্যেই মারা যায় তিনজন। বিগত দিনে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে ধস নেমেছে সেখানে। গত দু’দিনে ২২টি জায়গায় ধস নামার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি গতকাল সকালে ধসের কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল সিকিমের জাতীয় সড়ক। মঙ্গলবার বৃষ্টি ভেজা রাস্তায় দ্রুত গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে কলেজ পড়ুয়াদের বাস।

You may also like