মহানগর ডেস্ক : এবছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব ২৭ বছরে পা দিল। যার উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে তারার মেলা। আগেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন প্রশাসনের তরফে। তবে সেই নিয়ে ছিল অনেকের মনে প্রশ্ন। সমস্ত ধোঁয়াশা কাটিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘বাংলার জামাই’ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। পাশাপাশি থাকবেন মুখ্যমন্ত্রীর ‘ভাই’ শাহরুখ খান। এখানেই শেষ নয়। মঞ্চে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রত্যেকের কাছেই জানানো হয়েছে আমন্ত্রণ।
চলতি বছর ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সেদিন বিধানসভায় নতুন শাহরুখ ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ এখনো পর্যন্ত যা খবর চলচ্চিত্র উৎসবে ৫২ টি দেশের প্রতিনিধি আসছে। তাদের একবার বিধানসভা স্মারক ভবনে ঘোরানো হবে। বিধানসভার স্পিকার চা চক্রের আয়োজন করবেন। আমাদের প্রোগ্রামে ইতিমধ্যে যারা কনফার্ম করেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ,আমার ভাই শাহরুখ খান আসবে। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও আমন্ত্রণ। আরো অনেকে উপস্থিত থাকবেন’।
এবার বাংলার বিধায়করা এবং সংসদরাও দলমত নির্বিশেষে অনুষ্ঠানে আসুন এমনটাই ইচ্ছে মুখ্যমন্ত্রীর। এদিন তিনি আরো বলেন,’ ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে বলবো সমস্ত বিধায়ক সাংসদদের আমন্ত্রণ জানান। যে আসবে আসবে ,যে না আসবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমন্ত্রণ সবাইকে জানাবেন। বিরোধীদেরও কেউ যেন বাদ না যায়। সবাই যেন আসে’।
উল্লেখ্য গত বছর চলচ্চিত্র উৎসব ডিসেম্বর মাসের বদলে অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর এপ্রিলে। মাত্র ৮ মাসের ব্যবধানে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠান।