মহানগর ডেস্ক: প্রবাসী ভারতীয় ছাত্রকে (Indian student) একের পর এক ছুরির কোপে ক্ষত বিক্ষত দেওয়ার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় যুবকের উপর। ২৮ বছর বয়সি ওই পড়ুয়াকে কোপানোর (stabbed) এই মর্মান্তিক আক্রমণের (attack) ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)। বর্ণবিদ্বেষজনিত (racist) কারণেই এই আক্রমণ বলে মনে করছে পরিবার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আহত ছাত্র শুভম গর্গ আগ্রার বাসিন্দা। মেধাবী শুভম সিডনির ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের পিএইচডি পড়তে যায়। সেখানেই গত ৬ অক্টোবর আচমকাই শুভমের উপর ঝাঁপিয়ে পড়ে শুভমকে এলোপাথাড়ি কোপাতে থাকে এক দুষ্কৃতী। মুখে, পেটে ও বুকে মিলে প্রায় ১১ বার তাঁকে কোপ মারা হয়েছে বলে জানা গেছে। এরপর গভীর ক্ষত অবস্হায় টনাকে উদ্ধার করে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই ২৭ বছর বয়সি ওই দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে।
উল্লেখ্য শুভম আইআইটি মাদ্রাজ থেকে বিটেক এবং এমটেক করার পর পিএইচডি করার জন্য ১ সেপ্টেম্বর সিডনির ওই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার এই ঘটনার পিছনে পরিবার বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছে। এই বিষয়ে ভারতীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং সাহায্যের আবেদন করেছেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, বিগত বেশ কিছুদিন ধরেই ছেলেকে দেখতে যেতে একাধিকবার ভিসার আবেদন করেও অনুমতি পাইনি। এই বিষয়ে অবশ্য আগ্রার জেলাশাসক নবনীত চাহাল জানিয়েছেন, এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসেছে প্রশাসন। সিডনির ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন।