মহানগর ডেস্ক: রীতিমতো অমানবিক ঘটনা। সতেরোটি পথকুকুরকে মেরে ফেলার পর এবার সেই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম (Andhra Pradesh) জেলার কবিতামণ্ডব শিলাগামে চল্লিশটি বানরকে ঝোপের মধ্যে মৃত অবস্থায় পড়ে (40 monkeys were found Dead) থাকতে দেখা গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বানরগুলিকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। একসঙ্গে এতগুলো বানরকে মৃত অবস্থায় দেখার পর ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতদের পাশাপাশি আরও কয়েকটি বানরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে।
তাদের খাওয়ানোর চেষ্টা করা হলেও তারা খাওয়ার মতো অবস্থায় ছিল না। বনদফতর দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে (Bodies Sent For Post Mortem) । বানরদের মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা হয়েছে। শ্রীকাকুলামের কাশীবুগার ফরেস্ট অফিসার মুরলি কৃষ্ণণ জানিয়েছেন এই জেলায় কখনও এমন ঘটনা ঘটেনি। কেউ ট্রাক্টরে করে বানরগুলিকে এনে গ্রামের জঙ্গলে ফেলে গিয়েছে। চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বানরকে মৃত অবস্থায় দেখা গিয়েছে। তিনি জানান, মৃত বানরগুলির ময়না তদন্ত করা হয়েছে। পাঁচদিনের মধ্যে রিপোর্ট চলে আসবে। বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে। কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে সতেরোটি পথ-কুকুরকে মেরে ফেলায়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। পুলিশকে জানায় গ্রামের প্রধানের কথাতেই সে কুকুরগুলিকে মেরে ফেলে। ওই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবাদে সরব হন পশুপ্রেমীরা।