Home Featured Footballer Mahatma Gandhi : ব্রাজিলে চুটিয়ে ফুটবল খেলছেন “মহাত্মা গান্ধী”, কে তিনি, কী তাঁর পরিচয়?

Footballer Mahatma Gandhi : ব্রাজিলে চুটিয়ে ফুটবল খেলছেন “মহাত্মা গান্ধী”, কে তিনি, কী তাঁর পরিচয়?

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: চমকে যাওয়ারই কথা। যদি শোনেন ব্রাজিলে চুটিয়ে ফুটবল খেলছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী ( Footballer Mahatma Gandhi)। কী চমকে উঠলেন তো! হ্যাঁ, একবর্ণও আজগুবি কথা নয়। একশোয় একশো সত্যি ঘটনা। দোসরা অক্টোবর জাতির জনকের জন্মদিন ঘিরে আমাদের দেশে অনুষ্ঠানের শেষ নেই। প্রতি বছরই তাঁর জন্মদিন পালন হয় মহাসমারোহে। কিন্তু তিনি তো ইতিহাস। তাহলে? তাহলে জেনে রাখুন ব্রাজিলেও এক ফুটবলার রয়েছেন, তাঁর নামও মহাত্মা গান্ধী। তবে তাঁর পদবি আছে। হেবেরপিও মাট্টু পাইরেস। তাঁর জন্ম হয়েছিল ১৯৯২ সালের আঠেরো ফেব্রুয়ারি। পেলের দেশ ব্রাজিলের গোইয়ানিয়ায়। তিনি ফুটবল খেলেন আইপোরায়। অ্যাটলেটিকো গোইয়ানিয়েস থেকে তাঁকে লিয়েন নিয়েছে। ইতিহাসের স্মরণীয় মানুষটির সঙ্গে মিলিয়ে তাঁর নাম নিয়ে কৌতূহলের শেষ নেই। মহাত্মা গান্ধী পাইরেস খেলেন মিড ফিল্ডার হিসেবে। ২০১১ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা সিরি-এ লিগে দারুণ খেলে তিনি সবার নজর কেড়ে নিয়েছেন।

ট্রিনিদাদে,গোইয়ানিয়া ও আইপোর হয়ে ২০১২ সালে মোট সাতবার সিরি-এ লিগে খেলেছেন ব্রাজিলের মহাত্মা গান্ধী। ফুটবল খেলার কেরিয়ার শুরু করার পাশাপাশি তিনি বিশ্বের ইতিহাসের এক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে নিজের নাম ভাগাভাগি করে নিয়েছেন। এখনও পর্যন্ত অবশ্য কোনও ক্লাবে খুব একটা থিতু হতে পারেননি ব্রাজিলের এই খেলোয়াড়, তিরিশ বছরের আক্রমণাত্মক মিড ফিল্ডার ২০১৪ সালে জিতেছেন কামপেওনাটো গোইয়ানো লিগ। এটি রাজ্য ভিত্তিক টুর্নামেন্ট। পাঁচবার বিজয়ী দলের খেলোয়াড় ছিলেন তিনি। মহাত্মা গান্ধী নামটা ব্যতিক্রমী হলেও ব্রাজিলে ফুটবলারদের নামও বেশ অদ্ভুত। সেখানে অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁদের নাম এরকম অন্যরকমের। যেমন পোকম্যানের ভক্ত হওয়ায় এক ফুটবলারের নাম পিকাচু। একজন আবার জন লেননের ভক্ত, তাই তাঁর নাম বিটলস গায়কের নামে। আরেক ফুটবলারের নাম মসকিউটো। এই ডাকনাম তাঁকে তাঁর বন্ধুরা দিয়েছেন।

You may also like