Home Featured Drug Laced Chocolates : মাদক মেশানো চকোলেট বার বিক্রির বেআইনি ব্যবসা, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে পুলিশের জালে ম্যানেজমেন্ট ছাত্র!

Drug Laced Chocolates : মাদক মেশানো চকোলেট বার বিক্রির বেআইনি ব্যবসা, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে পুলিশের জালে ম্যানেজমেন্ট ছাত্র!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বাপ রে ডানপিটে ছেলে! বয়েস বাইশ। মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেজ ম্যানেজমেন্ট পড়ছে সে। বাড়ি অন্ধ্রপ্রদেশে। পড়াশোনার ফাঁকে মাদক মিশিয়ে সেই চকোলেট বিক্রি (Drug Laced Chocolates) করছিল ঋষি সঞ্জয় মেহতা নামে ওই এমবি পড়ুয়া (MB Student)। খদ্দের ধরতে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছিল অভিযুক্ত ছাত্র। খদ্দেরদের কাছে সেই মাদক মেশানো চকোলেট তুলে দিতে উবের বা রাপিডো চড়ে শহরের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে যাতায়াত করতো সে। অভিযুক্তের বাবা একজন নামী ব্যবসায়ী। তাঁর একটি বড় ওষুধের দোকান রয়েছে। ঋষির এমন কারবারের খবর পুলিশের কানে আসার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঋষিকে জেরা জানতে পেরেছে সে র চকোলেটের সঙ্গে হাস অয়েল মিশিয়ে চকোলেট বার তৈরি করতো। তারপর তা বিক্রি করতো। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ছাত্রের খদ্দের ছিল আঠেরো থেকে বাইশ বছরের তরুণ। সোশ্যাল মিডিয়া,হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপ চ্যাটে বিজ্ঞাপন দিয়ে জানাতো এগুলো খাবার তেল। তাঁর কাছে তেল পাওয়া যায়। আর সেটাই ছিল সাংকেতিক শব্দ। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে চার কেজি র চকোলেট, সঙ্গে চল্লিশ গ্রাম হাস অয়েল থেকে ষাটটি চকোলেট বার আটক করেছে। এগুলি সে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে বিক্রি করতো। ওই চকোলেট খেয়ে ছ থেকে সাত ঘণ্টা পর্যন্ত নেশাগ্রস্ত থাকতো তরুণরা। পুলিশ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে। অভিভাবকদেরও উচিত তাদের ছেলেদের চোখে চোখে রাখা বলে জানিয়েছেন পুলিশের পদস্থ অফিসাররা।

You may also like