Home Featured A Cow Was Roaming Freely : মধ্যপ্রদেশে হাসপাতালের আইসিইউয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু, ভাইরাল ভিডিও!

A Cow Was Roaming Freely : মধ্যপ্রদেশে হাসপাতালের আইসিইউয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু, ভাইরাল ভিডিও!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: এ দৃশ্যও দেখতে হল সবাইকে। হাসপাতাল, নার্সিং হোমের আইসিইউ মানে অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সেখানে চিকিৎসকদেরই একমাত্র প্রবেশাধিকার রয়েছে। কারণ সেখানে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা হয়। বিশেষ সুরক্ষার ব্যবস্থা থাকে সেখানে। কিন্তু বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের (BJP Ruled Madhya Pradesh) একটি হাসপাতালের আইসিইউয়ে দেখা গেল চমকে যাওয়ার মতো ঘটনা। দেখা গেল সেখানে একটি গরু (A Cow Was Roaming Freely) ঢুকে পড়ে দিব্যি খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, হাসপাতালে গরুটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ডাস্টবিনে পড়ে থাকা চিকিৎসা-বর্জ্য মৌজ করে খেয়ে যাচ্ছে। হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য নিরাপত্তা রক্ষী থাকলেও সেখানে কারোর দেখা মেলেনি। কেউ-ই আইসিইউ বা হাসপাতাল থেকে গরু তাড়াবার জন্য নেই।

এমনকী হাসপাতাল দুজন কাউ ক্যাচার নিযুক্ত করলেও কারোরই হদিশ পাওয়া যায়নি। গরুটি দিব্যি সেখানে রীতিমতো দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য এক নিরাপত্তা রক্ষী ও দুজন কর্মীকে তড়িঘড়ি চাকরি থেকে বহিষ্কার করে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালের সিভিল সার্জন ড, রাজেন্দ্র কাটারিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি ঘটনাটি জেনেছেন এবং ওয়ার্ড বয় ও নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হাসপাতালের পুরনো কোভিড আইসিইউ ওয়ার্ডে। রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী প্রভুরাম চাদুধরী জানান তিনি প্রথমে বিষয়টি জানতেন না। পরে ভিডিও ভাইরাল হওয়ার পর তিনজনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে হাসপাতালে গরু বা কুকুর ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। যোগী রাজ্যের মোরাদাবাদে জেলা হাসপাতালে কুকুর ঢুকে পড়ার ঘটনা নিয়ে তোলপাড় হয়। কুকুরটিকে ওয়ার্ডগুলিতে স্বচ্ছন্দে বিচরণ করতে দেখা যায়। যদিও গেটে মোতায়েন থাকা নিরাপত্তা রক্ষীর মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। হাসপাতালের বেডে একটি

You may also like