Home Featured Man Carrying Motorbike: মাথায় মোটরবাইক নিয়ে বাসের ছাদে চড়লেন রক্ত মাংসের “হারকিউলিস”, ভাইরাল ভিডিও!

Man Carrying Motorbike: মাথায় মোটরবাইক নিয়ে বাসের ছাদে চড়লেন রক্ত মাংসের “হারকিউলিস”, ভাইরাল ভিডিও!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ইন্টারনেট এমন একটা মাধ্যম যেখানে মাঝেমাঝেই এমন দৃশ্য বা ঘটনা দেখা বা জানা যায়, তা সবাইকে আকাশ থেকে পড়ার মতো অবস্থা করে ছাড়ে। আমাদের চোখ ছানাবড়া হয়ে ওঠে। চোখ বড় বড় করে দেখা ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার কোনও দৃশ্য শরীরে শিহরণ জাগায়। যদি বলা হয় এই ইন্টারনেটেই একালের হারকিউলিসকে (Super Human) দেখা গিয়েছে, তাহলে সেটা কী বিশ্বাস করবেন কেউ? আসলে ভিডিও বা ছবিতে মিথ্যে বলা সম্ভব নয়। এমনই অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যা দেখে অনেকেরই মনে হতে পারে আহা কী দেখলাম, জন্মজন্মান্তরে ভুলবো না। এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে সবাই চমকে একশেষ। ভিডিওয় দেখা গিয়েছে একজন মাথায় মোটরবাইক নিয়ে বাসের (Man Carrying Motorbike) মাথায় চড়ছে।

যে দৃশ্য অবিশ্বাস্য বলেই সবার মনে হতে পারে। মোটরবাইক মাথায় নিয়ে বাসের ছাদের কেরিয়ারে তোলা দৃশ্য এক মুহূর্তেই ভাইরাল। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। মাঝারি স্বাস্থ্যের লোকটির শরীরের শক্তি দেখে তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ তাকে বাহুবলী বলে ওই অসীম শক্তিধর লোকটিকে আখ্যা দিয়েছেন। গুলজার সাহাব নামে একজন টুইটারে ভিডিওটি আপলোড করেছেন, যা এককথায় সুপার-ডুপার হিট। ইতিমধ্যেই সাতশো কুড়িটি ভিউ হয়েছে। যিনি বাইক মাথায় নিয়ে বাসের কেরিয়ারে রাখার জন্য মইয়ে উঠছেন, তিনি পেশায় একজন দিন মজুর। না, কোনও বিশেষ ব্যবস্থা ছিল না। একা একাই পেল্লাই মোটরবাইক মাথায় নিয়ে সচ্ছন্দে মই বেয়ে উঠেছেন তিনি, যা দেখে ছোটবেলায় পড়া হারকিউলিসের কথা মনে পড়ে গিয়েছে অনেকেরই। ভিডিওয় ক্যাপশান দেওয়া হয়েছে সুপার হিউম্যান বলে। যা নিয়ে কোনও কিন্তু নেই।

You may also like