Home Featured A Dream Job : কাজ না করেই রোজগার, জাপানে রয়েছে এই স্বপ্নের “চাকরি”!

A Dream Job : কাজ না করেই রোজগার, জাপানে রয়েছে এই স্বপ্নের “চাকরি”!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: এমন কাজ পেলে যে কেউ বর্তে যাবেন। বলবেন, আরে মশাই এতো স্বপ্নের চাকরি (A Dream Job)। স্বপ্নেও এমন চাকরি পাওয়া যায় কিনা জানা নেই। আরও কী কী বলবেন কে জানে! আসলে কাজ না করেই ৭১ মার্কিন ডলার রোজগার (He Gets Paid To Do Pretty Much Nothing) কী বিশ্বাস হচ্ছে না তো। লোভও হচ্ছে নাকি! হওয়ারই তো কথা। সারাদিন মাথা খাটিয়ে, মাথার ঘাম পায়ে ফেলেও রোজগার করা যখন মুশকিল, তখন এই চাকরি মানে…। জাপানের রাজধানী টোকিওয় (Tokyo) থাকেন সোজি মোরিমোতো। তিনি ক্লায়েন্টদের কাছ থেকে বুকিং বাবদ নেন দশ হাজার ইয়েন যা একাত্তর মার্কিন ডলার। তাঁর কাজ হল ক্লায়েন্টদের সঙ্গ দেওয়া। ব্যস, আর কিছু নয়। একাত্তর ডলার পকেটে চলে আসে সোজির।

জানিয়েছেন আসলে তিনি নিজেকে ভাড়া দেন। তাঁর কাজ হল ক্লায়েন্ট তাঁকে যেখানেই যেতে হবে। কাজ করার বালাই নেই। গত চার বছরে চার হাজার সেশন করেছেন। তাঁর টুইটারে দশ লক্ষ ফলোয়ার রয়েছেন। সেখান থেকেই তিনি তাঁর ক্লায়েন্ট পেয়ে যান। মোটামুটি তাদের এক চতুর্থাংশ বেশ কয়েকবার ফের তাঁর ক্লায়েন্ট হয়েছেন। তাঁদের একজন দুশো সত্তরবার তাঁকে ভাড়া করেছেন। এই কাজে তাঁকে একজনের সঙ্গে পার্কে গিয়ে ঢেউ কুচ কুচ খেলতে হয়েছে। এমনকী অচেনা একজনকে ট্রেনে তুলে দিয়ে জানালা থেকে সিঅফ করতে হয়েছে তাঁকে। কাজ না করা মানে সোজি কোনও কাজ করবেন, তা কিন্তু নয়। যেমন একটি ফ্রিজ নিয়ে যেতে রাজি হননি। আবার কম্বোডিয়া যাওয়ার অফার পেলেও যাননি। তাছাড়া যৌন সম্পর্ক করতে চাইলে স্পষ্ট না করে দেন তিনি। বলুন এমন কাজ পেলে ছাড়ে কে! কিন্তু পেলে হয়। চেষ্টা করে দেখবেন নাকি!

You may also like