মহানগর ডেস্ক: ওকে তাদের হাতে ছেড়ে দিন। লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে পঁয়ত্রিশ টুকরো করা আফতাব আমিন পুনাওয়ালাকে (Aaftab Amin Poonawala) ফরেনসিক ল্যাব থেকে জেলে নিয়ে আসার পথে পুলিশের ভ্যানে তলোয়ার হাতে চড়াও (Sword-Wielding Men) হল একদল মানুষ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। পশ্চিম দিল্লির রোহিণী থেকে দ্বিতীবার পলিগ্রাফ পরীক্ষার পর তাকে জেলে নিয়ে যাচ্ছিল। সেসময়ই ফরেনসিক অফিসের সামনে তলোয়ার হাতে ভ্যান ঘিরে ধরে জনা পনেরো মানুষ। তারপর ভ্যানে চড়াও হয় তারা। পুলিশ জানিয়েছে হামলাকারীরা আফতাবকে খুঁজছিল । তারা হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন বলেই ধারণা পুলিশের। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে আফতাবকে নিরাপদে জেলে নিয়ে যেতে সক্ষম হয়।
কয়েকজন হামলাকারী জখম হয়েছে বলে জানা গিয়েছে। লিভ ইন পার্টনার মুম্বইয়ের ছাব্বিশ বছরের শ্রদ্ধা ওয়াকারকে দিল্লিতে নিয়ে এসে তাকে খুন করে পঁয়ত্রিশ টুকরো করে সেগুলি ফ্রিজে ঢুকিয়ে রাখে। তার কাটা মুণ্ডুকেও রেখে দেয় ফ্রিজে। তারপর আঠেরো দিন ধরে মেহরলির জঙ্গলে একটা একটা করে পুঁতে দেয়। এখনও পর্যন্ত শ্রদ্ধার দেহের দশটি টুকরো খুঁজে পেয়েছে পুলিশ। বাকিগুলির খোঁজ চলছে। জেরায় খুনের কথা স্বীকার করে আফতাব। যদিও তার এই স্বীকারোক্তি প্রমাণ হিসেবে আদালতে গ্রাহ্য হবে না যতক্ষণ না তার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানো নিয়ে শুনানি হবে। এরপর তার পলিগ্রাফ টেস্ট করা হবে। যদিও তা আদালতে গ্রাহ্য হবে না। পুলিশ তার বিরুদ্ধে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনা গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। এদিন নৃশংস খুনের প্রতিবাদেই তলোয়ার হাতে হামলা বলে মনে করা হচ্ছে।