মহানগর ডেস্ক: ক্লাস চলছিল পুরোদমে। সেইসময় ক্লাসের এক ছাত্রকে “জঙ্গি” বলে সম্বোধন করে উঠলেন এক অধ্যাপক। ভাইরাল হওয়া ভিডিওর জেরে অভিযুক্ত অধ্যাপককে ক্লাস করা থেকে নিষিদ্ধ করল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত কর্ণাটকের উদিপি জেলায় মণিপুর ইনস্টিটিউট অব টেকনোলজিতে। অধ্যাপক ক্ষমা চাওয়ায় শেষপর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হয়।যদিও ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সাসপেন্ড করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, অধ্যাপককে ক্লাস করানো থেকে বাদ দেওয়া হয়েছে। ভিডিওয় শোনা গিয়েছে অভিযুক্ত অধ্যাপক মজা করেই বলছেন ২৬/১১ মোটেই মজার ব্যাপার নয়। একজন মুসলিম হিসেবে প্রতিদিনই এমন ঘটনার মুখোমুখি হওয়া কোনওভাবেই মজার ব্যাপার নয়। সেসময় এক মুসলিম ছাত্র বলে তার ধর্ম নিয়ে রসিকতা তিনি করতে পারেন না। বিশেষ করে এমন অসম্মানজনকভাবে বলাটা সঠিক নয়। তবে পরে অধ্যাপক ওই ছাত্র তাঁর ছেলের মতো। ছাত্রটি জানায় তার বাবাও যদি এমন কথা বলতেন, তাহলেও তাঁকে সে এমনকথাই বলতেন। অধ্যাপকের কাছ থেকে ছাত্রটি জানতে চায় তাকে তিনি ক্লাসের সবার সামনে জঙ্গি বলে সম্বোধন করবেন কিনা। পরে অবশ্য অধ্যাপক ও ছাত্রটি আপসে বিষয়টি মিটিয়ে নেন। ছাত্রটি হোয়াটস অ্যাপে সে জানায় তাকে যে নামে অধ্যাপক ডেকেছেন,তা অশোভনীয় কিনা। ধর্ম তুলে অসম্মান করা মোটেই শোভনীয় নয়। তাকে ভয়ঙ্কর জঙ্গি কাসব বলেও সম্বোধন করেছেন তিনি। এটা কোনওভাবেই মজার ব্যাপার নয়। এতে একজন মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে পারে।