Home Uncategorized Beheaded And Took Selfi: যুবকের মুণ্ডু কেটে কাটা মাথা নিয়ে সেলফি তুলল খুনির বন্ধুরা!

Beheaded And Took Selfi: যুবকের মুণ্ডু কেটে কাটা মাথা নিয়ে সেলফি তুলল খুনির বন্ধুরা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ভয়াবহ, নৃশংস! সম্পত্তি বিবাদের জেরে ভাইপোর মুণ্ডু কেটে ফেলল মামা (Beheaded And Took Selfi)। তারপর সেই কাটা মুণ্ড নিয়ে সেলফি তুলল তার বন্ধুরা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাশের রাজ্যে ঝাড়খণ্ডের খুন্তি জেলায় (Jharkhand) । আদিবাসী অধ্যুষিত মুরহু এলাকায় মৃতের বাবা দাসাই মুণ্ডার অভিযোগে খুনে মূল অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে মৃতের বাবা জানিয়েছেন তাঁর ছেলে কানু মুণ্ডা বাড়িতে একাই ছিল। পরিবারের বাকিরা খেতে চাষের কাজে গিয়েছিল। তিনিও বাড়িতে ছিলেন না।

খেত থেকে ফেরার পর তাঁকে গ্রামের লোকেরা জানায় তাঁর ছেলেকে তাঁর ভাইপো এবং তার বন্ধুরা তুলে নিয়ে গিয়েছে। ছেলেকে তন্নতন্ন করে খোঁজার পর তার হদিশ না পাওয়ায় পরের দিন তিনি থানায় এফআইআর করেন। অভিযুক্তকে ধরতে খুন্তি সাব ডিভিশনাল পুলিশ অফিসার অমিতকুমারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। অভিযুক্তকে ধরার পর কানুর মুণ্ডুহীন দেহ কুমাং গোপলা জঙ্গলে খুঁজে পায় পুলিশ। মাথাটি খুঁজে পাওয়া যায় পনেরো কিলোমিটার দূরে দুলহা টুংরি এলাকায়। পুলিশ জানায় মৃতের মুণ্ডু নিয়ে সেলফি তোলে অভিযুক্তের বন্ধুরা। মৃতের কাছ থেকে মোবাইল-সহ মোট পাঁচটি মোবাইল আটক করেছে পুলিশ। রক্তমাখা ধারালো অস্ত্র, কুঠার এং একটি এসইউভি গাড়িও আটক করা হয়েছে। তদন্তকারীরা জানিয়ে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

You may also like