মহানগর ডেস্ক: ইন্টারনেটে কখন কী দেখা যাবে কেউ জানেন না। তবে নানারকম ছবি, ভিডিওর পাশাপাশি এমন কিছু ছবি,ভিডিও দেখতে পাওয়া যায়,তাতে চমকে উঠতে হয় বৈকি। কোনও কোনও সময় এমন আশ্চর্য ছবি বা ভিডিও দেখা যায়,তাতে শরীরে কাঁটা দেয়, মাথার চুল খাড়া হয়ে ওঠে। মনে হয় কী দেখিলাম, আহা, জন্ম-জন্মান্তরে ভুলিবো না। আবার বাড়ির পোষা পাখি বা জন্তুদের কাণ্ড কারখানা দেখলে মজা, হাসিতে পেট ফেটে যাওয়ার জোগাড় হয়। কিন্তু এবার এমন একটা ভিডিও দেখা গিয়েছে, তাতে অতিবড় সাহসীরও কিন্তু বুক কেঁপে উঠেছে। মুখে না না করলেও ভয় যে লেগেছে সেটা তার শারীরিক ভাষাই বলে দেবে। কেউ কি কখনও দেখেছেন কোনও কেশরঅলা প্রমাণ সাইজের সিংহকে জড়িয়ে ধরে (A Man Cuddles And Kisses A Lion) কারোকে চুমু খেতে। শুনে অনেকেই বলবেন ওরে বাবা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। না বাপু। ওরকম দেখিনি। দেখুন না শোনার পরই হাত পা ঠান্ডা হতে শুরু করেছে (Getting Nervous)। কিন্তু এবার ভিডিওয় দেখা গিয়েছে তেমনই এক বুক,রক্ত ঠান্ডা করা দৃশ্য। এক বিদেশি প্রমাণ সাইজের সিংহকে অন্তরঙ্গভাবে জড়িয়ে তার মুখে হামি খাচ্ছে। তবে খুব অল্পসময়ের ভিডিও। কিন্তু তাতেই প্রাণ অস্থির।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছে লায়নসলাভার হাব। এ ব্যাপারে হাজার শতাংশ নিশ্চিত হওয়া যায় যে আপনি মুখে যতই না না করুন, ঠিক দেখবেন ভিডিওটা। ভিডিওটি চালু করার পর দেখা যায় ওই বিদেশি সিংহমশাইকে জড়িয়ে ধরে তার মুখে চুমু খাচ্ছে। সিংহও দিব্যি উপভোগ করছে ব্যাপারটা। খুবই সহজ ভঙ্গিতে। তিনিও নির্ভয়ে সিংহকে কাতুকুতু দেওয়ার মতো আদর করে যাচ্ছেন। ভিডিওটি আপনার নজর কাড়বে ওই মানুষটির হাবভাব ও মুখের ভঙ্গি দেখে। যেন কতকালের চেনা ওই কেশরঅলা সিংহটি। ভিডিওয় ক্যাপশন দেওয়া হয়েছে যখন আপনার প্রিয় পশু আপনার আদর চাইছে।
নভেম্বরের এক তারিখে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটি দেখেছেন তিন লক্ষ মানুষ। নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন তিনি যেভাবে সিংহের সঙ্গে খেলা করছেন, তা দেখতে খুবই মজা লাগছে। আরেকজন লিখেছেন খুবই খুবই আদুরে ছবি। তিন নম্বর মানুষটির মন্তব্য, চমৎকার সিংহমশাই। ভিডিওয় দেখা গিয়েছে বনের পশু কত সুন্দর হতে পারে। এ পৃথিবীর মানুষের নজর নিশ্চিতভাবে কেড়ে নেবে ভিডিওটি। এরকম কমেন্টের বন্যায় বোঝাই হয়ে গিয়েছে কমেন্ট সেকশন।