Home Featured A Man Murdered For Car Parking Brawl: গাড়ি রাখা নিয়ে বচসা, যোগী রাজ্যে প্রকাশ্যে খুনের ভিডিও ভাইরাল!

A Man Murdered For Car Parking Brawl: গাড়ি রাখা নিয়ে বচসা, যোগী রাজ্যে প্রকাশ্যে খুনের ভিডিও ভাইরাল!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ফের যোগী রাজ্যে নৃশংসতার বলি হলেন এক নিরীহ ব্যক্তি ( A Man Murdered For Car Parking Brawl)। বিজেপি শাসিত যোগীরাজ্যে(BJP Ruled UttarPradesh) দলিত নির্যাতন থেকে শুরু করে প্রায়ই নানা অমানবিক ঘটনা (Inhuman And Brutal Incidents) ঘটে চলেছে। সেই হিংসাত্মক ঘটনার রেশ (Spate Of Violence Incidents) টেনে ফের ঘটল প্রকাশ্যে খুনের ঘটনা। মঙ্গলবার রাতে যোগী রাজ্যের গাজিয়াবাদে একটি রেস্তোরাঁর সামনে গাড়ি রাখে বরুণ নামে ওই ব্যক্তি। বরুণ নামে ওই ব্যক্তি তাঁর গাড়িটি এমনভাবে রেখেছিলেন যাতে পাশের গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। গাড়ি রাখা নিয়ে তাঁর গাড়ির পাশে দাঁড় করানো গাড়ির চালকের সঙ্গে ডেয়ারির দোকানের মালিক বরুণের বচসা শুরু হয়।

বচসা চলতে চলতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপর মাটিতে পড়ে থাকা ইট দিয়ে বরুণের মাথা থেতলে দেয় ওই গাড়িচালক। ভিডিওয় দেখা গিয়েছে বরুণ মাটিতে পড়ে ছটফট করছেন। তাঁকে ঘিরে আছে হামলাকারীরা। একজনকে দেখা যায় ইট দিয়ে তাঁর মাথা থেতলে দিতে। গুরুতর বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভাইরাল হওয়া ভিডিওয় প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার দৃশ্য ভাইরাল হওয়ায় যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। রাস্তাঘাটে হিংসাত্মক ঘটনা রুখতে পুলিশের ব্যর্থতা নিয়েও শুরু হয় সমালোচনা। পুলিশ অবশ্য জানিয়েছে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ পাঁচটি দলে ভাগ হয়ে অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে। নিহত বরুণের আত্মীয়রা স্থানীয় থানার অকর্মণ্যতা নিয়ে অভিযোগ জানিয়েছেন। প্রতিবাদে স্থানীয় থানায় বিক্ষোভ দেখান তাঁরা। এই ঘটনা গাজিয়াবাদে রাস্তার ধারে খাবারের দোকান ও মদের দোকানে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। সাম্প্রতিক অতীতে এ ধরণের ঘটনা ঘটেছে সেখানে। কিন্তু তারপরেও পুলিশকে হিংসা থামানো নিয়ে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

You may also like