Home Featured SSC: বেআইনিভাবে বোনকে চাকরি কমিশনের সদস্যর, অভিযুক্তকে হুঁশিয়ারি বিচারপতির 

SSC: বেআইনিভাবে বোনকে চাকরি কমিশনের সদস্যর, অভিযুক্তকে হুঁশিয়ারি বিচারপতির 

by Anamika Nandi

মহানগর ডেস্ক: আগেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। সেইসঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে বাংলার শাসক দলের বড় বড় নেতা-মন্ত্রীর। এবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) এক সদস্যের বিরুদ্ধে বেআইনিভাবে বোনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জানিয়েছেন, কমিশনের কিছু সদস্য নিজেদের আত্মীয়দের শিক্ষক অথবা গ্রুপ ডি পদে অবৈধভাবে নিয়োগ করেছেন। এবার এর ফল ভোগার জন্য প্রস্তুত থাকুন।

এদিন এসএসসির নবম-দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বলেছেন, কমিশনের একজন সদস্য নিজের বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে, জানা গিয়েছে। অভিযুক্তকে দুর্নীতির ফল ভুগতে হবে। এর আগেও এসএসসি দুর্নীতি (SSC scam) মামলায় একের পর এক কড়া মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি নিয়ে কমিশনকে বলেছেন, “সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না”। এদিন কমিশনের এক সদস্যের আত্মীয়কে চাকরি পাইয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি সরাসরি বলেছেন, এর ফল ভুগতে হবে অভিযুক্তকে।

আরও পড়ুন: গরমে দৌড়াদৌড়ি করাই সার, অচিরে ভেসে যেতে পারে মমতার জোট-বার্তা!

প্রথম থেকেই এই বিষয়ে আন্দোলনকারীরা আস্থা রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির উপর। গত কয়েকদিনে বেআইনিভাবে চাকরি পাওয়া অনেককেই চাকরি থেকে বরখাস্ত করেছেন তিনি। এমনকি মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যাকেও তাঁর চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার স্কুল সার্ভিস কমিশনের এক সদস্যকে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

You may also like