মহানগর ডেস্ক: একজন মুসলিম ( Muslim) যদি তাঁর স্ত্রী ও সন্তানের যত্ন করতে না পারেন, তাহলে কোরাণ (Quran) তাঁকে দ্বিতীয়বার (Second Time Marriage) বিয়ে করার অনুমতি দেয় না। দ্বিতীয়বার বিয়ে করার পর প্রথম বিবাহিতা স্ত্রীকে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করার বিষয়টি প্রত্যাখ্যান করে ইসলাম ধর্মগ্রন্থের নির্দেশ উল্লেখ করে এ কথা জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এর আগে রায় দিতে গিয়ে আদালত মানুষের মৌলিক অধিকারের (Fundamental Rights) ওপর জোর দিয়ে জানায় আজকের দিনে সবারই সচেতন থাকা উচিত যে মহিলাদের শ্রদ্ধা ও মর্যাদা দেওয়াটা বাধ্যতামূলক।
বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও রাজেন্দ্রকুমার আইভিকে নিয়ে গড়া বেঞ্চ জানায় যদি কোনও মুসলমান তাঁর স্ত্রী ও সন্তানদের ঠিকমতো প্রতিপালন করতে না পারেন,তাহলে কোরাণের নির্দেশমতো তিনি অন্য কোনও মহিলাকে বিয়ে করতে পারবেন না। আদালতে আবেদনকারী আজিজুর রহমান ও হামিদুন্নিসা ১৯৯৯ সালের মে মাসে বিয়ে করেন। তাদের চারটি সন্তান রয়েছেন। এরপর আজিজুর দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রী সন্তানের জন্ম দেয়। যদিও দ্বিতীয় বিয়ের কথা আজিজুর তাঁর প্রথম স্ত্রী হামিদুন্নিসার কাছে গোপন করেছিলেন। এমনকী দ্বিতীয় বিয়ের ব্যাপারে প্রথম স্ত্রীর কাছে তা নিয়ে বিশদে কিছু জানাননি।
দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে হামিদুন্নিসা তাঁকে ছেড়ে তিরানব্বই বছরের বাবার কাছে চলে যান। ২০১৫ সালে আজিজুর উত্তরপ্রদেশের পারিবারিক আদালতে আবেদন করেন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে থাকতে চান। এ নিয়ে আদালতের নির্দেশ প্রার্থনা করেন। এ বছরের আগস্ট মাসে আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপরই তিনি এলাহাবাদ কোর্টে আবেদন করেন। আদালত কোরাণের নির্দেশ উদ্ধৃত করে জানায় ইসলাম ধর্মগ্রন্থে স্পষ্ট বলা হয়েছে প্রথম স্ত্রী ও সন্তানদের ভালো রাখতে না পারলে দ্বিতীয় কোনও মহিলাকে বিয়ে করা যাবে না।
যদি তাঁর মনে ভয় থাকে যে তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের সুখে রাখতে পারেননি, তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে না। আদালত ব্যাখ্যা করে জানায় প্রথম স্ত্রী থাকতেও একজন মুসলমান স্বামীর অধিকার রয়েছে দ্বিতীয়বার বিয়ে করার। তবে যদি তিনি আদালতের কাছে দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে তাঁর সঙ্গে থাকার ব্যাপারে জোর করার ব্যাপারে অনুমতি প্রার্থনা করলেও আদালত যদি মনে করে স্বামীর দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীর স্বামীর সঙ্গে জোর করে থাকা নিয়ে বাধ্য করাটা অবিচার, তাহলে সে ব্যাপারে অনুমতি দেওয়া হবে না।