Home Featured South Korean You Tuber: রাতের মুম্বইয়ে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারকে চুমু, টেনে হিঁচড়ে বাইকে তোলার চেষ্টা!

South Korean You Tuber: রাতের মুম্বইয়ে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারকে চুমু, টেনে হিঁচড়ে বাইকে তোলার চেষ্টা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রাতের বেলায় প্রকাশ্য রাস্তায় বিদেশিনির শ্লীলতাহানি মুম্বইয়ের রাস্তায়। বুধবার রাতের দিকে লাইভ স্ট্রিমিং করে হোটেলে ফিরছিলেন দক্ষিণ কোরিয়ার এক মহিলা ইউটিউবার। সেসময় তাঁর হাত ধরে টেনে এক যুবক চুমু খেতে যায়। ওই মহিলা ইউটিউবারকে টেনেহিঁচড়ে নিয়ে বাইকে তোলার চেষ্টা করে ওই যুবকের সঙ্গী। যদিও শেষপর্যন্ত তা পারেনি। ঘটনায় তোলপাড় বাণিজ্যনগরী (South Korean You Tuber) । যদিও অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে দুজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrested Two)। মহিলা ইউটিউবারের বয়ান নেওয়ার জন্য একজন মহিলা কনস্টেবলকেও পাঠায় তারা। সংবাদমাধ্যমকে ওই মহিলা ইউটিউবার জানান, ওই ঘটনার পর যাতে ব্যাপারটা আর বেশি না এগোয়, তিনি চেষ্টা করেন। যদিও ওই ঘটনায় রীতিমতো বিপর্যস্ত মহিলা টিউবার। জানান, রাতে লাইভ স্ট্রিমিং করে ফেরার সময় দুজন যুবক তাঁকে অনুসরণ করে এবং তার কাছে এসে ফোন নম্বর চায়। তাদের তিনি ভুয়ো মোবাইল দেন, যাতে ফোন নম্বর নিয়ে চলে যায়। ভিডিও ক্লিপে তাঁকে রীতিমতো বিধ্বস্ত দেখিয়েছে। মহিলা ইউটিউবার জানান, ভারতে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি মনে রাখতে চান না।

তবে এ ধরণের ঘটনা শুধু ভারতেই ঘটছে না। পৃথিবীর সব দেশেই এমন ঘটনা ঘটছে। তবে এই ঘটনার পরেও ভারতের প্রশংসা করেছেন মহিলা ইউটিউবার। জানান, ভারতীয়রা খুবই ভালো। অভিযোগ পাওয়ার পর পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। অন্যান্য দেশগুলোতে এমন ঘটনার সাক্ষী হলেও সেসব দেশে এরকম পুলিশি তৎপরতা তিনি দেখেননি। তবে ভারত ছেড়ে যাচ্ছেন না। তিনি ভারত সফরকে কোনওভাবেই নষ্ট হতে দেবেন না। এদেশের অনেক দারুণ দারুণ মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে একজন যুবক তাঁর হাত ধরে টানছে। তিনি চিৎকার করে না না বলছেন। প্রতিবাদ জানানোর পরেও যুবকটি তাঁর কাছাকাছি আসার চেষ্টা করছে। যুবকটির কবল থেকে বেরিয়ে আসার পর আরেকজন তাঁকে লিফট দেওয়ার কথা বলছে। মহিলা ইউটিউবার ভাঙা ইংরেজিতে বলছেন তাঁর সাহায্যের দরকার নেই। তাঁর হোটেল কাছেই। পুলিশ দুই অভিযুক্তের নাম মোবিনচাঁদ মহম্মদ শেখ ও মহম্মদ নকিব সাদারিয়ালাম আনসারি। দুজনের বয়েস কুড়ির কোঠায়।

You may also like