মহানগর ডেস্ক: বৃষ্টিতে জল জমেছে স্কুলের সামনে। কিন্তু সেই জলে পা ভেজাতে নারাজ স্কুলের শিক্ষিকা। অগত্যা শিক্ষিকার জন্য চেয়ারের সেতু বানাতে হল পড়ুয়াদের। ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরার বলদেব গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। আপাতত সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষিকাকে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পড়ুয়ারা। তাঁরা চেয়ারের সেতু বানাতে ব্যস্ত। আর সেই প্লাস্টিকের সাজিয়ে রাখা চেয়ারগুলির ওপর দিয়ে পা ফেলে এগিয়ে যাচ্ছেন স্কুলের শিক্ষিকা। একেবারে স্কুলের সামনে শুকনো জায়গা পর্যন্ত রাখা হয়েছিল চেয়ার। যাতে শিক্ষিকার পায়ে এক ফোঁটাও জল না লাগে, খেয়াল রাখা হয়েছিল সেদিকে। শিক্ষিকার অসুবিধার কথা ভাবতে গিয়ে বৃষ্টিতে ভিজেছে একদল পড়ুয়া। যদিওবা সেদিকে ভ্রুক্ষেপ নেই শিক্ষিকার। তিনি নিজের পা বাঁচাতে ব্যস্ত।
#WATCH उत्तर प्रदेश: मथुरा ज़िले के अंतर्गत प्राथमिक विद्यालय दघेंटा का एक वीडियो वायरल हुआ है, जिसमें अध्यापिका छात्रों से कुर्सियों का पुल बनवाकर जलभराव को पार कर रही हैं। वीडियो वायरल होने के बाद अध्यापिका को निलंबित किया गया है। (28.07) pic.twitter.com/bw8ZqPaNrF
— ANI_HindiNews (@AHindinews) July 29, 2022
সূত্র অনুযায়ী, অভিযুক্ত শিক্ষিকার নাম পল্লবী শ্রোতিয়া। ঘটনা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে, বিরক্তভাব দেখিয়েছেন। প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। সেইসঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্বকের সমস্যা রয়েছে ওই শিক্ষিকার। বৃষ্টির জল গায়ে লাগলে তাঁর শরীরে নানা সমস্যা দেখা দেয়। সেই কারণেই তাঁর জন্য এই স্পেশাল ব্যবস্থা করা হয়েছিল।
সম্প্রতি উত্তরপ্রদেশের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে পড়ুয়াদের দিয়ে গা-হাত-পা ম্যাসাজ করাতে দেখা গিয়েছে শিক্ষিকাকে। দিন দিন যোগীরাজ্যের সরকারি স্কুলগুলির দশা আরও খারাপ বই ভালো হচ্ছে না। এদিন এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে।