মহানগর ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা দিল্লিতে (Delhi)। পাঁচিল ভেঙে মৃত্যু পাঁচ জনের। আহত অবস্থায় উদ্ধার ১০ জন। রাজধানীর আলিপুর বোকারি এলাকায় একটি নির্মীয়মান গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
শুক্রবার স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃত্যু হয়েছে পাঁচজনের। সংকটজনক অবস্থায় রয়েছেন আরও দু’জন। মুখ্যমন্ত্রী কেজিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে নেমে পড়েছে। গোটা বিষয়ে নজর রাখছেন তিনি নিজেও।
Alipur wall collapse, Delhi | Of the 10 people rescued, 4 dead. The injured have been sent to the hospital. Rescue operation continues as some more people are feared trapped: Delhi Police pic.twitter.com/XwQccfjxZf
— ANI (@ANI) July 15, 2022
সূত্র অনুযায়ী, এই মুহূর্তে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের আত্মার শান্তি কামনা করে টুইটারে শোক প্রকাশ করেছেন কেজরিওয়াল। দিল্লি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যখন ঘটনাটি ঘটেছে তখন গুদামে ১৫-২০ জন শ্রমিক কাজ করছেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও প্রকৃত সংখ্যাটা অজানা। প্রায় ৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই গুদামঘর তৈরি হচ্ছিল। যার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।
উদ্ধারকাজে জেসিবির মেশিনের সাহায্য নেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর পাহাড়গঞ্জ এলাকায় খান্না মার্কেটের কাছে একটি ভবন ভেঙে পড়েছিল। যেখানে মৃত্যু হয়েছিল সাড়ে তিন বছর বয়সী ১ শিশুর। আবার তিন মাস আগে নয়া দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি নির্মীয়মান ভবন ধসে পড়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দু’জন। জানা গিয়েছে, এদিন যে গোডাউনটি ভেঙ্গে পড়েছে সেটির নির্মাণ নিয়েও অভিযোগ রয়েছে।