মহানগর ডেস্ক: নিউটনের বলাকা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকেছে। অস্বাস্থ্যকর পরিবেশে আবাসনের একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আচমকাই দেখা যায় বলাকা আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। যা দেখে তড়িঘড়ি ছুটে যান আবাসনের অন্যান্য বাসিন্দারা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে জল ঢালতে শুরু করেন ফ্ল্যাটটিতে। এমন সময় আচমকাই ঘরটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারটি ব্লাস্ট করে যার। ফলে আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা খবর দেন দমকলে। দ্রুততার সঙ্গে প্রাথমিক পর্যায়ে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পৌঁছায় আবাসনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ইঞ্জিন গিয়ে পৌঁছায় সেখানে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।