Home Uncategorized Fell Asleep On Bed Of Unknown Woman :মত্ত অবস্থায় অচেনা মহিলার বেডরুমে ঢুকে সারা রাত টানটান ঘুম নামী সংস্থার কর্তার, হতবাক পুলিশ!

Fell Asleep On Bed Of Unknown Woman :মত্ত অবস্থায় অচেনা মহিলার বেডরুমে ঢুকে সারা রাত টানটান ঘুম নামী সংস্থার কর্তার, হতবাক পুলিশ!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সাংঘাতিক বলে সাংঘাতিক। সত্যি,এমন ঘটনার কোনও ক্ষমা হতে পারে না। ঘটনাস্থল আমেরিকার আরাকানস (USA)। সেখানে মত্ত অবস্থায় অচেনা এক মহিলার বেডরুমে ঢুকে পড়েছিলেন (Fell Asleep On Bed Of Unknown Woman) এক নামী সংস্থার কর্তা (Chief Financial Officer)। ঢুকে পড়ার পর সেই বেডরুমে সারা রাত হাত পা ছড়িয়ে ঘুম দেওয়ার পর দেখলেন তাঁর সামনে দাঁড়িয়ে আছে পুলিশ। তাঁকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যে বেডরুমে তিনি সারা রাত ঘুমিয়ে পড়েছিলেন সেই বেডরুমে যিনি থাকেন, সেই মহিলা তাঁকে কস্মিনকালেও দেখেননি। তিনিও তাঁকে কোনওদিন দেখেননি। ধৃত ব্যক্তির নাম জন আর টাইসন। তিনি আমেরিকার প্রখ্যাত মাংস প্রক্রিয়াকরণ সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার। সংস্থার প্রতিষ্ঠাতার নাতি।

আরাকান্সের ওই মহিলা নিজের বেডরুমে মত্ত অবস্থায় তাঁকে বেঘোরে ঘুমিয়ে থাকতে দেখে পুলিশে ফোন করেন। রিপোর্টে জানা গিয়েছে ফায়েট্টেভিলে পুলিশ রবিবার সকালে এক মহিলার কাছ থেকে ফোন পায়। ওই মহিলা পুলিশকে জানান একজন অচেনা পুরুষ তাঁর বেডরুমের বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছেন। তাঁর জামাকাপড় মাটিতে লুটোপাটি খাচ্ছে। ফোন পাওয়ার ছুটে আসে পুলিশ। তারা যখন টাইসনকে ডেকে তোলার চেষ্টা করে তখন তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। তারপর ঘোর কাটার পর টাইসন বিছানায় ধরমড়িয়ে বসে বিছানার ধারে চলে যান। তারপর আবার ঘুমোতে শুরু করেন।

পুলিশ অফিসাররা তাঁর গা থেকে মদের গন্ধ পান। টাইসনের চলাফেরায় কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তাঁকে বন্ডে ছাড়া হয়। আগামী পয়লা অক্টোবর টাইসনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি টাইসন ফুডস। সংবাদ সংস্থাকে ইমেল করে তারা জানায় বিষয়টি তারা জানলেও এটি একটি ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আর বেশিকিছু তারা বলতে পারবে না। টাইসন অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে জানিয়েছেন মদ্যপানের জন্য তাঁর কাউন্সেলিং চলছে। তিনি তাঁর কাজের জন্য অস্বস্তিবোধ করছেন। এটা তাঁর ব্যক্তিগত ও সংস্থার মূল্যবোধের বিরোধী। তিনি মারাত্মক ভুল করে ফেলেছেন।

You may also like