Home Uncategorized Chopped Hindu Girl : বাংলাদেশেও দিল্লির নৃশংস খুনের ছায়া, হিন্দু তরুণীকে খুন করে মুণ্ডু, হাত আলাদা করে দিল খুনি!

Chopped Hindu Girl : বাংলাদেশেও দিল্লির নৃশংস খুনের ছায়া, হিন্দু তরুণীকে খুন করে মুণ্ডু, হাত আলাদা করে দিল খুনি!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দিল্লির শ্রদ্ধা ওয়াকারের পাশবিক খুনের ছায়া পড়শি বাংলাদেশেও। মুম্বইয়ের কলসেন্টারের কর্মী ছাব্বিশ বছরের ওই তরুণীকে খুন করে পঁয়ত্রিশ টুকরো করেছিল (Chopped Into 35 Pieces)তার লিভ ইন পার্টনার আফতাব। দিল্লির নৃশংস খুনের রহস্য ভেদ করতে তদন্তে নেমে এদেশের পুলিশ যখন দিন রাত এক করে মরছে,তখনই সামনে এল প্রতিবেশি দেশের এক হিন্দু তরুণীর (Chopped Hindu Girl) নৃশংস খুনের ঘটনা। তার দেহও খুনের পর কয়েক টুকরো করে রেখে ঘরে তালা মেরে পালায় তার সদ্য প্রেমিক হয়ে ওঠা আবু বকর। গত ন তারিখে আবু বকর কাজে আসছিল না দেখে তার মালিক তাকে ফোন করে। কিন্তু ফোন না করে সংস্থার একজনকে তার খোঁজ নিতে পাঠায় আবু বকরের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায় ঘরে তালা মারা। আবু বকরের খবর না পাওয়ায় পুলিশে খবর দেন বাড়ির মালিক। খবর পেয়ে পুলিশ এসে দরজার তালা ভেঙে ফেলে। ঘরে ঢুকে দেখতে পায় মুণ্ডহীন এক মহিলার দেহ পড়ে আছে।

তার মুণ্ডুটি পলিথিনে মোড়া রয়েছে। কাটা হাতদুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে মৃতা তরুণীর নাম কবিতারানি। বাবার নাম কালীপদ বাছার। পরের দিন তদন্ত চালিয়ে পুলিশ লিভ-ইন পার্টনার-সহ আবু বকরকে গ্রেফতার করে। গত চার বছর ধরে তারা দুজনে গোবরচাকা স্কোয়ারে একসঙ্গে বাস করছিল। খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে কিছুদিন আগে কবিতার সঙ্গে আবু বকরের ঘনিষ্ঠতা বাড়ে। নভেম্বরের পাঁচ তারিখে তার লিভ ইন পার্টনার যখন কাজে গিয়েছিল,তখন কবিতাকে বাড়িতে ডেকে আনে ঘাতক। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর রাগের মুহূর্তে তাকে গলা টিপে খুন করে আবু। খুনের পর ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডু,হাত আলাদা করে ফেলে। সেগুলি পলিথিনে মুড়ে ফেলে আবু বকর। কাটা হাত জোড়া নালায় ফেলে দেয়।

বাড়ি থেকে পালাবার আগে মুণ্ডু পলিথিনে মুড়ে ফেলে। দেহটি বাক্সে ঢুকিয়ে দেয়। তদন্ত নেমে বাংলাদেশের পুলিশ জানতে পারে সেইদিনই আবু তার লিভ ইন পার্টনারকে নিয়ে রূপাই নদী পেরিয়ে ঢাকায় পালিয়ে যায়। তবে তার ভাড়া করা বাড়ি থেকে কবিতার কাটা মুণ্ডু, দেহের সন্ধান পাওয়ার পর তার হদিশ পেতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। ছ তারিখের রাতে বাসন থানার অধীনে চৌরাস্তা থেকে অভিযুক্ত আবু বকর ও তার স্বপ্না নামে লিভ ইন পার্টনারকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাদের গাজিপুর থানার হাতে তুলে দেওয়া হয়। জেরায় খুনের কথা স্বীকার করে আবু বকর। তার ভাড়াবাড়ির সরু জায়গা থেকে কবিতার কাটা হাতজোড়া উদ্ধার করেছে বাংলাদেশের পুলিশ।

You may also like