মহানগর ডেস্ক: মাটি থেকে সাঁইত্রিশ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটা। ঠিক সেইসময় এক মহিলা যাত্রী আচমকাই তড়িঘড়ি সিট ছেড়ে উঠে সাইড ডোর খোলার (Tried To Open Side Door Of Plane) চেষ্টা করলেন। বড়রকমের অঘটনের হাত থেকে বাঁচতে বিমানকে জরুরি অবতরণ করালেন চালক। একটুর জন্য রক্ষা পেলেন বিমানের যাত্রীরা। আমেরিকার আরাকানসের ( USA District Court) আদালতে পেশ করা তথ্য থেকে জানা গিয়েছে সাউথ ওয়েস্ট ফ্লাইট ১৯২ টেক্সাসের হিউস্টন (Houston To Texas) থেকে ওহিওর কলোম্বাসের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে বিমানের যাত্রী চৌত্রিশ বছরের এলম আগবেগনিনোউ সিট ছেড়ে বিমানের সাইট ডোর খুলে দেওয়ার চেষ্টা করেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তা দেখতে পেয়ে এমার্জেন্সি এগজিট ডোর থেকে বেরিয়ে এসে তাঁকে আটকানোর চেষ্টা করার পর একজন যাত্রী সাহায্যের জন্য এগিয়ে আসেন।
ওই মহিলা যাত্রী তাঁর থাইয়ে জোর কামড় দেন। । যন্ত্রণায় কাহিল ওই পুরুষ যাত্রী তাঁর চোয়ালে জোর করে আঙুল ঢুকিয়ে ছাড়া পান। আগবেগনিনোউ নামে ওই মহিলা যাত্রী জানান, প্রভু যিশুর কথা অনুযায়ী তিনি বিমানের সাইড ডোর খোলার চেষ্টা করছিলেন। ধ্বস্তাধস্তির পর ওই মহিলা যাত্রী ফিরে যান একজিট ডোরের কাছে। একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সেখানে দ্রুত পৌঁছে তাঁকে ল্যাভেটরিতে যেতে বলেন। না গেলে সিটে বসার অনুরোধ করেন। দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট জানিয়েছেন ওই মহিলা যাত্রী তিনি জানালা থেকে কিছু দেখতে পারছেন কিনা। দ্বিতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট না বলার আগবেগনিনোউ তাঁকে জোর করে সরিয়ে এগজিট ডোরের হ্যান্ডেল ধরে টানতে শুরু করেন। এক যাত্রী শুনতে পান কেউ বলছেন ওই যাত্রী দরজা খোলার চেষ্টা করছেন। এরপর পেছনে গিয়ে সাহায্য চান। তারপরই পুরুষযাত্রীকে কামড়ে দেন। এরপর বিমানের দরজায় মাথা ঠুকতে ঠুকতে বলেন, প্রভু যিশু তাঁকে ওহিও যেতে বলেছেন এবং বিমানের দরজা খুলতে বলেছেন। এরপরই বিমান নামিয়ে আনেন এবং ওই মহিলাযাত্রীকে গ্রেফতার করা হয়।