মহানগর ডেস্কঃ কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণের আগে আধার কার্ডের বৈধতা যাচাই করে দেখতে হবে। রাজ্যগুলিকে এই মর্মেই নির্দেশ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের বেআইনি এবং অসামাজিক কর্মকাণ্ড রোখার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
একটি বিবৃতিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যগুলিকে আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিতে হবে। যখনই কোনও ব্যক্তি যখন আধার কার্ড পরিচয় পত্র হিসেবে দাখিল করবেন তখনই তার বৈধতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাচাই করে দেখতে হবে।
আধার অ্যাপ বা আধার কিউ আর কোড স্ক্যানারের মাধ্যমে আধার কার্ডের বৈধতা তার কিউআর কোড যাচাই করে জানা সম্ভব। এই কিউ আর কোড স্ক্যানার অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ফোনের পাশাপাশি উইন্ডো-বেসড মোবাইল অ্যাপেও পাওয়া যায়।
একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এমনও জানানো হয়েছে, আধার কার্ড হাতে হাতে দেওয়া হোক কিংবা ডিজিটালি গ্রহণ করা হোক তাঁকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়ার আগে অবশ্যই যাচাই করে দেখা দরকার।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার বক্তব্য, আধার কার্ডের গ্রাহকের সম্মতির পরে আধার নম্বরের যাচাই করা দরকার। এটাই হল সঠিক পদেক্ষেপ। কারণ এর মাধ্যমে আধার কার্ডের বেআইনি এবং অসামাজিক কাজের ব্যবহার আটকানো যাবে। সেই সঙ্গে ইউআইডিএআই দীর্ঘদিন ধরে যা বলে এসেছে, সব ১২ নম্বর সংখ্যাই আধার নয়। তাতে অটল থাকা যাবে।
পাশাপাশি জানানো হয়েছে, আধার কার্ডের কোনওরকম পরিবর্তন বা তথ্য বিকৃতি অনলাইন যাচাইয়ের মাধ্যমে ধরা সম্ভব। আধার কার্ডের তথ্য বিকৃতি শাস্তি যোগ্য অপরাধ বলেও জানানো হয়েছে মন্ত্রকের তরফে। আধার আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী এর জন্য জরিমানাও হতে পারে নাগরিকের।