Home Entertainment Aamir Khan: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আমির, কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী

Aamir Khan: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আমির, কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী

by Anamika Nandi
Aamir Khan: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আমির, কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী

মহানগর ডেস্ক: বিগত কয়েকদিনে ব্যাপক বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে অসমে (Assam Flood)। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। সূত্র অনুযায়ী, প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ভিটেমাটি ছাড়া হয়েছে বহু মানুষ। এখনও পর্যন্ত ৭৫৯টি ত্রাণ শিবির চলছে। যেখানে আশ্রয় নিয়েছেন দুই লাখেরও বেশি জন। মারা গিয়েছেন প্রায় ১০০ জনের কাছাকাছি। এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তথা আমির খান (Aamir Khan)।

আমির খানকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট হিমন্ত বিশ্ব শর্মার

আগেই অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা করে দান করেছেন অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেট্টি। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “বলিউডের বিখ্যাত তারকা আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা দান করেছেন। অভিনেতার কাজে আমি কৃতজ্ঞ”।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের জেরে খুন, অগ্নিগর্ভ উদয়পুর

এই মুহূর্তে সেরাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, এখনও জলের তলায় রয়েছে লক্ষাধিক মানুষের ঘরবাড়ি। বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বহুজন। প্রায় ৪ হাজার ৯৪১টি গ্রাম বন্যায় ডুবে গিয়েছে। এমনকি বন্যার জল বাড়ছে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে। দিন দিন আরও ভয়ঙ্কর ছবি ফুটে উঠছে অসমের। জানা গিয়েছে, ত্রিপুরাতেও জলমগ্ন একাধিক এলাকা। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

সেইসঙ্গে বন্যা দুর্গত এলাকা থেকে মানুষদের উদ্ধারের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতর এবং সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে। প্রায় সময়ই এই ধরনের পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের সেলেবরা। এবারও সেই একই চিত্র নজরে এসেছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালকেরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। যেই তালিকায় নাম রয়েছে আমির খানের।

You may also like