মহানগর ডেস্ক: গুরুতর অভিযোগে বিদ্ধ আম আদমি মন্ত্রী সতেন্দ্র জৈন (AAP Minister)! অভিযোগ জেলবন্দি থাকাকালীন তিনি নিজের মেয়েকে ধর্ষণে জেলবন্দিকে( Taking Massage By Rape Accused) দিয়ে ম্যাসেজ করিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চাপের মুখে দিল্লির কেজরিওয়াল সরকার। যদিও আপ জানিয়েছে ওটা ফিজিওথেরাপি সেশন চলছিল। সেই ভিডিও তোল হয়েছে। তবে তাদের সাফাই একেবারেই মানতে চায়নি বিরোধীরা। সূত্রের খবর, রিঙ্কু ওই জেলবন্দি তাঁকে ম্যাসাজ করছিলেন। যে পকসো মামলায় জেলে রয়েছে। তিহার জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন আপমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সেখানেই জেলে রয়েছে নিজের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত রিঙ্কু নামে ওই ব্যক্তি। গত বছর তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ করার পর পকসো মামলায় জেল হয় তার।
তারপর থেকে সে তিহার জেলে বন্দি রয়েছে। সেপ্টেম্বরের তেরো, চোদ্দ ও একুশ তারিখে তোলা ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর বিরোধীদল বিজেপি রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। সামনের মাসেই দিল্লিতে পুরভোট তার আগে এই ঘটনাকে অস্ত্র করে আক্রমণ শানাতে শুরু করেছে তারা। অর্থ তছরূপের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট আপমন্ত্রীকে অভিযুক্ত করার দিন কয়েক পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিহার জেলে থাকাকালীন তাঁকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠায় কমপক্ষ জনা বারো জেল আধিকারিককে বদলি করা হয়। বদলি করা হয় ডিজি-প্রিজন সন্দীপ গোয়েলকেও। সূত্রের খবর, জৈনকে দেখা গিয়েছে তাঁকে ম্যাসেজ করা হচ্ছে এবং তিনি সেলে বসে লোকজনদের সঙ্গে খোশগল্প করছেন। যদিও জেলে ফিজিওথেরাপি সেশন করার অনুমতি দেওয়া হয় না। ভিডিও ভাইরাল হওয়ার পর আপমন্ত্রীকে তিহার জেল থেকে বের করা নিয়ে বিজেপির দাবি অনেকটাই জোর পেয়েছে। যদিও আপ তাদের অভিযোগকে কোনও পাত্তা দেয়নি।