Home Kolkata ABHISHEK BANARJEE SISTER IN LAW: ব্যংকক যেতে চেয়ে আদালতের মুখাপেক্ষী হলেন অভিষেক শ্যালিকা

ABHISHEK BANARJEE SISTER IN LAW: ব্যংকক যেতে চেয়ে আদালতের মুখাপেক্ষী হলেন অভিষেক শ্যালিকা

by Arpita Sardar
MENAKA GAMBHIR, KOLKATA HIGH COURT, ED,BANKOK , ABHISHEK BANARJEE

মহানগর ডেস্কঃ ফের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে অভিষেক শ্যালিকাকে। গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার সময় কলকাতা বিমান বন্দরে আটকানো হয় অভিষেক শ্যালিকা মেনকাকে। কয়লা পাচার কাণ্ডে বেশ কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। ইডি-র লুক আউট সার্কুলার জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে বাধা দেওয়া হয় অভিবাসন দফতরের পক্ষ থেকে। এরপর তাঁকে আড়াই ঘন্টা বিমানবন্দরেই বসিয়ে রাখার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে ফেরানো হয় মেনকাকে।

এবার ফের ব্যাংককে যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। আর সেই অনুমতি চেয়েই আদালতের দ্বারস্থ তিনি। মেনকা জানিয়েছেন তাঁর মা ওই দেশে অসুস্থ। তাই তাঁর মা কে তাঁকে দেখতে ব্যাংকক যেতেই হবে বলে জানান অভিষেক শ্যালিকা

তাঁর এই দায়ের করা আবেদন নিয়েই বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। আদালতে মেনকার দায়ের করা এই মামলা নিয়ে প্রবল আপত্তি উঠেছে ইডি-র তরফে। তবে শেষ পর্যন্ত সেইসব আপত্তির অবসান। রাজ্যের শীর্ষ আদালত মেনকা গম্ভীরের এই আবেদন মঞ্জুর করেছে। আগামী বুধবার এই মর্মে শুনানির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী বুধবারই তিনি বিদেশ যাত্রার অনুমতি পান কিনা সেটাই দেখার বিষয় আপাতত।

এদিকে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের জটিল অস্ত্রোপচারের জন্য প্রবাসে। সব মিলিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের পক্ষে যে বর্তমান দিনগুলো খুব একটা সুসময়ের নয় তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত সতীর্থ এবং অনুগামীদের প্রার্থনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্যের অপেক্ষা।

You may also like