Home Top Stories Abhishek Banerjee: চোখের জটিল অস্ত্রপচার সেরে অবশেষে শহরে ফিরলেন অভিষেক

Abhishek Banerjee: চোখের জটিল অস্ত্রপচার সেরে অবশেষে শহরে ফিরলেন অভিষেক

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: চোখের জটিল অস্ত্রপচার করিয়ে, অবশেষে কালীপুজোর দিন সকাল আটটায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিমানবন্দরে তাঁকে দেখা যায়, চোখে ছিল ঘষা কাঁচের চশমা আর মুখে ছিল সাদা রঙের মাস্ক।

দীর্ঘ ২৫ দিন পর আমেরিকা থেকে দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়। সোমবার চোখে অস্ত্রোপচারের প্রায় ১২ দিন পর কলকাতায় ফিরলেন এই তৃণমূল সাংসদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচারের ছবি প্রথম টুইট করে সকলকে জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, অস্ত্রপচার সফল হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। বর্তমানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেকের চোখের এই অস্ত্রপচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ ইডি, সিবিআই বারংবার তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় বাধা দিচ্ছিল।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় প্রতিবছর দেখা যায় যজ্ঞে বসেন অভিষেক। কিন্তু এই বছর চোখের অস্ত্রপচারের ফলে তিনি উপস্থিত থাকবেন কিনা সেদিকে নজর থাকবে। কারণ চিকিৎসকরা তাঁকে ধোঁয়া এবং তাপ থেকে দূরে থাকারই নির্দেশ দিয়েছেন বলে খবর।

You may also like