Home Top Stories Abhishek Banerjee: জনদরদী অভিষেক, গ্রহণ করলেন ছোট্ট বালিকার চোখের চিকিৎসার দায়িত্ব

Abhishek Banerjee: জনদরদী অভিষেক, গ্রহণ করলেন ছোট্ট বালিকার চোখের চিকিৎসার দায়িত্ব

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: শুক্রবার নিজের সংসদীয় এলাকায় শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের অস্ত্রপাচার সেরে বর্তমানে তিনি বেশ সুস্থ। এখন তাঁর চোখে নেই কালো চশমা। ফের জনমুখী অনুষ্ঠানে অংশগ্রহণ করা শুরু করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের মানবিক ছবি ধরা পড়ল।

শুক্রবার অনুষ্ঠানের শেষে আমতলার দলীয় কার্যালয়ের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। শুধুমাত্র সাংসদকে শুভেচ্ছা জানাবেন এবং তাঁর সঙ্গে সাক্ষাত করবেন বলে। আর সেই মানুষের ভিড়ে দেখা গিয়েছে আট থেকে আশি বহু মানুষকে। আর সেই লম্বা লাইনে দেখা যায় একটি ছোট্ট বালিকাকে। যে মেয়েটির চোখের একটি কাঁচ ছিল ঘষা। মেয়েটিকে আচমকাই দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিষেক। তাঁর চোখের চিকিৎসার সমস্ত কিছু খোঁজ খবর নেন। কী হয়েছে? কতদূর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোথায় চিকিৎসা চলছে? সম্পূর্ণটা খোঁজ নেওয়ার পরও, কোথাও গিয়ে শান্তি না পাওয়ায়, তিনি নিজেই মেয়েটির চোখের চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন।

বালিকার চোখের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব অভিষেক নেওয়ায়, অত্যন্ত খুশি তাঁর পরিবারের সদস্যরা। মানবিক সাংসদের এই সিদ্ধান্তকে সংবর্ধনা জানিয়েছেন গোটা এলাকাবাসী। এছাড়াও এদিন অনুষ্ঠান শেষে দলীয় আড্ডায় বসে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, এছাড়াও সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কাছে তাঁর উত্তরবঙ্গ সফরের সমস্ত কার্যবিবরণী জানতে চান তিনি।

You may also like