Home Featured Abhishek Banerjee: ফের দু’দিনের ত্রিপুরা সফর অভিষেকের 

Abhishek Banerjee: ফের দু’দিনের ত্রিপুরা সফর অভিষেকের 

by Anamika Nandi
Abhishek Banerjee: ফের দু'দিনের ত্রিপুরা সফর অভিষেকের 

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার ত্রিপুরার (Tripura) ৪ কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। যার আগে দু’দিনের সফরে ফের সেরাজ্যে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্র অনুযায়ী, সুরমা ও যুবরাজনগরে প্রচার করবেন তিনি। সম্প্রতি সেরাজ্যে সভা সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তখনই বলেছিলেন, আবার আসবেন। সেই কথামতো পড়শি রাজ্যে ফের পদার্পন করছেন অভিষেক।

জানা গিয়েছে, ত্রিপুরায় প্রচার ছেড়ে সোজা দিল্লিতে যাবেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে অ-বিজেপি দলগুলির মধ্যে যাতে কোনও মতানৈক্য না হয়, তার জন্য বৈঠক বসছে রাজধানীতে। বিরোধী ঐক্যে শান দিতে আলোচনায় বসবে দলগুলি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: দুজনে মিলে গুলিবিদ্ধ করল উত্তর প্রদেশের বিজেপি নেতাকে

এদিকে গতকালই ত্রিপুরেশ্বরী রাজ্যে তৃণমূল প্রার্থী পান্না দেবের উপর হামলা চালিয়েছে প্রায় ৬০ জন দুষ্কৃতী। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ইন্দ্রনগর হাই স্কুলের কাছে একটি নির্বাচনী সভা ছিল তাঁর। সেইমত দুপুরে প্রস্তুতি দেখতে গিয়েছিলেন পান্না দেব। আর তখনই তাঁর উপর হামলা হওয়ার অভিযোগ এসেছে। সেইসঙ্গে মিলেছে হুমকিও। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরাজ্যে পা রাখার পর থেকেই, একের পর এক ঘাসফুল শিবিরের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠছে।

বড়দোয়ালির তৃণমূল প্রার্থী সংহিতা ভট্টাচার্য্য অভিযোগ করেছেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। ছোড়া হয়েছে গরম চা। অকথ্য ভাষায় কথা বলা হয়েছে তাঁর সঙ্গে। এরই মাঝে শেষ লগ্নের প্রচার সারতে সেরাজ্যে দু’দিনের সফরে যাচ্ছেন অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি।

You may also like