Home Featured Able To Write Using Two Hands : মধ্যপ্রদেশের এই স্কুলে সবাই একইসঙ্গে দু হাতে সমান তালে লিখতে পারে!

Able To Write Using Two Hands : মধ্যপ্রদেশের এই স্কুলে সবাই একইসঙ্গে দু হাতে সমান তালে লিখতে পারে!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অবাক কাণ্ড! স্কুলের একশো জনের বেশি পড়ুয়ার দু হাতে সমান তালে লেখার ক্ষমতা রয়েছে (Able To Write Using Two Hands)। শুধু তাই নয়। তারা পাঁচটি ভাষা জানে ( The Students Know Five Languages)। গরগর করে বলতে পারে, লিখতেও পারে! এমন চমকে যাওয়া ঘটনার সাক্ষী হতে গেলে আপনাকে যেতে হবে মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বুধেলা গ্রামে। গ্রামের বীণাভাদিনি পাবলিক স্কুলের পড়ুয়ারা হিন্দি,সংস্কৃত, ইংরেজি, উর্দু এবং স্প্যানিশ ভাষায় চৌকশ। সবমিলিয়ে পুরো ব্যাপারটাই চমকে দেওয়ার মতো। ওই স্কুলের ক্লাস এইটের পড়ুয়া পঙ্কজ যাদব জানিয়েছে তারা প্রথমে ডান হাতে লিখতো,তারপর তারা বাঁ হাতে লিখতে শেখে। সে এখন দুহাতেই লিখতে জানে। আরেক ছাত্র আদর্শ কুমার জানিয়েছে, সে যখন নীচু ক্লাসে পড়তো, তখন সে ডান হাতে লিখতো। তারপর বাঁ হাতে লেখাও শিখে। তারা পাঁচটি ভাষা জানে বলে জানায় আদর্শ।

স্কুলের প্রিন্সিপাল বীরাঙ্গদ শর্মা জানান, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদের অনুপ্রেরণা ছাত্রদের এমন দক্ষতার পেছনে রয়েছে। তিনি এমন ক্ষমতার অধিকারী ছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি দু হাতে সমান তালে লিখতে পারতেন। তাঁর সেই দক্ষতায় অনুপ্রাণিত হয়েই এখানকার পড়ুয়ারা দু হাতে লেখা শেখে। স্কুল অবশ্য ১৯৯৯ সালে তৈরি হয়েছে। এখান থেকে পাস করে চারশো আশি জন স্নাতক হয়েছে। তারা সবাই দু হাতে লিখতে পারে। স্কুলে নিয়মিত ক্লাসের পর পড়ুয়াদের যোগা ও ধ্যানের ক্লাস নেওয়া হয় এক ঘণ্টা করে। স্কুল কর্তৃপক্ষের দাবি এখানকার ছাত্ররা এক মিনিটে আড়াই শব্দের অনুবাদ করতে পারে। তবে এই আশ্চর্য দক্ষতা নিয়ে সবারই কম বেশি বিস্ময় রয়েছে। স্থানীয় মনস্তত্ত্ববিদ আশিস পাণ্ডে জানিয়েছেন, মানুষের মস্তিষ্ক দু ভাগে ভাগ করা। এখানকার শিক্ষকরা পড়ুয়াদের এমনভাবে শিক্ষা দিয়েছে, যাতে তারা মস্তিষ্কের দুটি ভাগকেই কাজে লাগাতে পারে। সেভাবেই তারা দু হাতে সমান তালে লিখতে পারে।

You may also like