Home Top Stories Mamata Banerjee: ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, দোষীদের উপযুক্ত শাস্তির প্রয়োজন’, গুজরাটের সেতু ভঙ্গ প্রসঙ্গে মমতা

Mamata Banerjee: ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, দোষীদের উপযুক্ত শাস্তির প্রয়োজন’, গুজরাটের সেতু ভঙ্গ প্রসঙ্গে মমতা

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: রবিবার গুজরাটের (Gujarat) সেতু ভেঙে পড়ার ঘটনায় এবার মানবিকতার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সেতু ভঙ্গ নিয়ে রাজনীতি নয়, তিনি দোষীদের শাস্তি চেয়ে গুজরাট সরকারের কাছে জানালেন আবেদন।

রবিবার সন্ধেয় গুজরাট মোরবি সাক্ষীতে ভয়াবহ বিপর্যয় দেখা হয়। কারণ মোদি রাজ্যের মচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন ১৪১ জন। সেখানে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনা নিয়ে এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোরবির দুর্ঘটনায় অনেকগুলি মানুষের প্রাণ গিয়েছে। এটা নিয়ে রাজনীতি করব না। এটা মানবিকতা দিয়ে দেখা উচিত। এমন ধরনের দুর্ঘটনা হামেশাই ঘটে থাকে। সব রাজ্যেই ঘটে। এতে সরকারের কিছু করার থাকে না। তবে সব সেতুর আরও বেশি বেশি অডিট হওয়া উচিত। যারা এত মানুষের জীবন নিয়ে খেলছে, তাঁদের শাস্তি হওয়া উচিত।

এরপর তিনি গুজরাটের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে বলেন, ওখানকার সরকার এখন ভোট নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। তাই আহতদের এবং যাদের পরিবারের মানুষ মারা গিয়েছেন, তাঁদের ঠিকমতো সাহায্য করতে পারেনি। দ্রুতই আহতদের এবং নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকারের গিয়ে দাঁড়ানো উচিত।

প্রসঙ্গত, ২০১৬ সালের লোকসভা নির্বাচনের আগে পোস্ত উড়ালপুল ভাঙ্গা নিয়ে যেমন রাজনীতির গান শোনা গিয়েছিল বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে, এবার গুজরাটের সময়, সেরকম কোনও রাজনীতিমূলক মন্তব্য করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

You may also like