Home Featured Accused Singing And Dancing : হাতে হাতকড়া, থানায় পুলিশের সামনেই হানি সিং, সানি লিওনের লায়লা মজনুর গান গেয়ে নাচ বন্দির!

Accused Singing And Dancing : হাতে হাতকড়া, থানায় পুলিশের সামনেই হানি সিং, সানি লিওনের লায়লা মজনুর গান গেয়ে নাচ বন্দির!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: হাতে হাতকড়া (Hand Calf)। হাতকড়ার সঙ্গে দড়িও রয়েছে। থানায় চেয়ারে বসে আছেন পুলিশ অফিসার। এমন এক গম্ভীর পরিস্থিতিতে লায়লা মজনুর ছবির ও ও হানি সিং-সানি লিয়নের গান গেয়ে নেচে চলেছে বন্দি। জায়গাটা যে থানা, এখানে সবকিছু মর্জি মাফিক করা যায় না। কিন্তু কে শোনে কার কথা! হাতে হাতকড়া তো কী হয়েছে। গান গেয়ে নাচে মশগুল বন্দি (Accused Singing And Dancing)। বন্দি লায়লা মজনু ছবির গান-কোই পাত্থর সে না মারে মেরে দিওয়ানে কো- গান গেয়ে চলেছে। আরেক বন্দি গানের তালে তালে নেচে চলেছে। পুলিশের উপস্থিতিকে কোনওরকম পাত্তা না দিয়ে চলছে গান আর নাচ। দুই বন্দির এহেন কীর্তি ভিডিওয় তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া জুড়ে অসংখ্য শেয়ার, রিটুইটের বন্যা বয়ে যায়। হুড়মুড়িয়ে লাইকসও হয়। বিশেষ করে থানার মতো জায়গায় এ ধরণের ঘটনা বিরলের মধ্যে বিরল বলা যেতে পারে। জানা গিয়েছে বন্দি উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা। এই ঘটনা দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের বাড়িতে চার বোতল ভদকা খেয়ে গাড়ি ভাঙচুরের ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে। তবে এই ঘটনা যোগী রাজ্যের প্রশাসনের চেহারাটা সামনে নিয়ে এসেছে। সেখানে প্রায়ই প্রতিদিনই নানা অস্বস্তিকর ঘটনা ঘটে চলেছে। এমনকী হাসপাতালে ডেঙ্গুরোগীকে প্লেটলেটের বদলে মৌসম্বির রস দেওয়ার ঘটনা আলোড়ন ফেলেছিলে। এবারের ঘটনা আরও এক ছবি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের হাল প্রকাশ্যে এনে দিল।

You may also like