মহানগর ডেস্কঃ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু থেকেই বেশ চর্চায়। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে রাহুল গান্ধীর পদ যাত্রায় সামিলিও হয়েছেন বলিউড তারকারা। পূজা ভাট, রিয়া সেনের পরে এবার কংগ্রেসের এই মিছিলে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। রাহুল গান্ধীর পাশে পাশে হাঁটার ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার মধ্য প্রদেশের ভারত জোড়ো যাত্রায় অংশ নেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ধূসর রঙের সালোয়ার কামিজে এদিন দেখা যায় ওই অভিনেত্রীকে। রাহুল গান্ধীর পাশে পাশে হাঁটতে দেখা যায় তাঁকে। এমনকি রাহুল গান্ধীর সঙ্গে স্বরা ভাস্করকে আলোচনাও করতে দেখা যায় এদিন। অভিনেত্রী নিজেই এদিনের কিছু ছবি শেয়ার করে স্বরা ভাস্কর একটি টুইট করেছেন।
অভনেত্রী টুইটে জানান, ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটেন। এই উদ্যম, প্রতিশ্রুতি আর ভালবাসাকে অনুপ্রেরণাদায়ক বলেও জানান স্বরা । তিনি আরও জানান, সাধারণ মানুষের এই কর্মসূচিতে অংশগ্রহণ, কংগ্রেস কর্মীদের উদ্দীপনা এবং রাহুল গান্ধীর সকলের প্রতি নজর রেবং জত্ন অসাধারণ।
অন্যদিকে অপর একটি টুইটে স্বরা লিখেছেন, ‘এমন একটা সময়ে যখন ঘৃণাই সাধারণ ব্যা পার আর মুখ্যি যুক্তি হল ‘নির্বাচন জেতার জন্য‘ যত নীচে নামা যায় ক্ষতি নেই’, যখন সমাজ এতটাই নিষ্ঠুর যে জঘন্যপতম অপরাধেও আমাদের চোখের পাতা কাঁপে না, ভারত জোড়ো যাত্রা হল ঘৃণা দমন করার নতুন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ’।
এদিন শুধু মিছিলে হাঁটাই নয়। অভিনেত্রী স্বরা ভাস্কর এদিন রাহুল গান্ধীকে উপহার দেন এক গোছা লাল গোলাপও। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বরার তরফে অবশ্য জানানো হয়েছে, অন্য একজন গোলাপের তোড়াটি রাহুলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই গোলাপের তোড়াটি রাহুল গান্ধীকে তিনি পৌঁছে দিতে কেবলমাত্র সাহায্য করেছেন।