Home Entertainment Actress’s Death : জীবনযুদ্ধে হার মানলেন পাঞ্জাবের ‘হেমা মালিনী’ দলজিৎ কৌর

Actress’s Death : জীবনযুদ্ধে হার মানলেন পাঞ্জাবের ‘হেমা মালিনী’ দলজিৎ কৌর

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : অবশেষে তিন বছরে শেষ হলো তার লড়াই। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেত্রী দলজিৎ কৌর। পাঞ্জাবি ছবির অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। বৃহস্পতিবার লুধিয়ানা জেলায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

পরিবার সূত্রে জানা দিয়েছে গত তিন বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। মস্তিষ্কের টিউমার হয়েছিল তার। তবে গত এক বছরে কোনভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী।

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। দিল্লির লেডি শ্রীরাম কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি জাতীয় কবাডি এবং হকি খেলোয়াড় ছিলেন তিনি। বিনয়ের প্রতি মন ছিল তার। ১৯৭৬ সালের দাজ ছবির মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর একাধিক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন যেতে নিয়েছিলেন দলজিৎ। পুত যত্তন দে, মামলা গর্বর হে’র মতো ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে তার অনুগামীরা তার মিল খুজে পেতেন হেমা মালিনীর সঙ্গে। যে কারণে পাঞ্জাবের হেমা মালিনী হিসেবে বিখ্যাত ছিলেন তিনি।

You may also like