মহানগর ডেস্ক : মাইথোলজিকাল ড্রামা আদিপুরুষ যেদিন থেকে প্রথম ঝলক সামনে এনেছে সেদিন থেকেই শুরু হয়েছে বিতর্ক। রামায়ণের গল্পকের নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক ওম রাউত। কিন্তু বিতর্ক যেন কিছু ছাড়ছে না ছবির।
উল্লেখ্য ছবিতে রাম অবতারে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। সীতার চরিত্র দেখা যাবে কৃতি সানন এবং রাবণের ভূমিকায় দেখা গিয়েছে সইফ আলী খানকে। আর সেখানেই রয়েছে বিতর্ক। প্রথমে ছবির ভিএফএক্সকে নিয়ে একাধিক ট্রোলিং মিম শেয়ার হতে থাকে সোশ্যাল মাধ্যমে। তারপরেই উঠে আসে নয়া বিতর্ক। ছবিতে সইফ আলী খানের রাবণ রূপ নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। অনেকের মতে তাকে রাবণ কম মুঘল বাদশা বেশি লাগছে। যে কারণে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতা পর্যন্ত ছবি বয়কটের ডাক দিয়েছেন দেশজুড়ে।
যদিও পরিচালক আগেও বলেছিলেন এটি রামায়ণের অনুরূপ একটি গল্প যেখানে প্রভু শ্রী রামের জীবনী এবং চরিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে জানিয়েছিলেন আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে বিতর্ক যেন থামতে চাইছে না। যে কারণে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির দিন। সম্প্রতি ছবির নির্মাতারা জানিয়েছেন আগামী বছর জুন মাসে মুক্তি পাবে এই ছবি। যদিও সে ব্যাপারে নিশ্চিত ঘোষণা করতে পারেননি নির্মাতারাও। তবে আশা করছেন আদি পুরুষ মুক্তি পেলে তবে যে ভুল ধারণা প্রচারিত হচ্ছে সেই নিয়ে দর্শকদের মোহ ভাঙবে। এখন দেখার আদে ও জুন মাসে মুক্তি পাই কিনা এই ছবি। কারণ যেভাবে বিতর্ক ছড়িয়ে পড়ছে গোটা দেশজুড়ে সে ক্ষেত্রে বয়কটের ডাক উঠলো বলে।