Home Entertainment Adipurush : আদিপুরুষ সামাজিকভাবে বয়কট করা হোক দাবি অযোধ্যা রাম মন্দিরের পুরোহিতের

Adipurush : আদিপুরুষ সামাজিকভাবে বয়কট করা হোক দাবি অযোধ্যা রাম মন্দিরের পুরোহিতের

by Oindrila Chakraborty
Adipurush : আদিপুরুষ সামাজিকভাবে বয়কট করা হোক দাবি অযোধ্যা রাম মন্দিরের পুরোহিতের

মহানগর ডেস্ক: ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকে কার্যত সোশ্যাল মাধ্যম দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলো। একদল আদিপুরুষ ছবির ভিএফএক্স নিয়ে মজা উড়িয়েছিল। অপর একদল হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবী করতে থাকেন তবে। এতদিন ছবির নির্মাতারা সেভাবে গায়ে মাখেন নি।

এবার ছবিকে বয়কট করা নিয়ে আওয়াজ তোলেন খোদ রাম মন্দিরের পুরোহিত। অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানিয়েছেন, ছবি তৈরি করা কোনো অপরাধ নয়। তবে সেই ছবি এমন হওয়া উচিত না যেখানে ক্রমাগত সমালোচনাকে উস্কানি দিয়ে লাইম লাইটে থাকা যায়। এছাড়া উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার কেশব প্রসাদ মরিয়া এবং ব্রজেশ পাঠক জানিয়েছেন ,’ছবির যে ঝলক সামনে এসেছে তার চূড়ান্ত অপমানকর।হিন্দু দেব-দেবীদের নিয়ে ছেলে খেলা করছে এরা। এইভাবে আমাদের ধর্মের ওপর আক্রমণ করা যাবে না। আমরা আমাদের ধর্মকে খুব সযত্নে বাঁচিয়ে রাখছি এবং আমরা গর্বিত আমাদের ধর্মের জন্য’।

উল্লেখ্য এর আগে ছবিতে সইফ আলি খানের চেহারা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের মতে তাকে রাবণের থেকে বেশি মোঘল বাদশা লাগছে তার লুকের জন্য। একই রকম মন্তব্য করেছেন পুরনো রামায়ণ খ্যাত সীতা।

You may also like