Home Featured ADITI MUNSHI HUSBAND: এবার বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে তলব সিবিআইয়ের

ADITI MUNSHI HUSBAND: এবার বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে তলব সিবিআইয়ের

by Arpita Sardar
aditi munshi, debraj chakraborty,

মহানগর ডেস্কঃ এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন কেষ্টপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাসের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায়। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে প্রসেনজিতের পরিবার। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

সূত্রের খবর, এই ঘটনার তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে। আর সেই তদন্তে নেমেই স্থানীয় কাউন্সিলর দেবরাজকে তলব করেছে সিবিআই। যুব তৃণমূলের দমদম সাংগঠনিক জেলার সভাপতিও দেবরাজ।

২০২১ সালের ২ মে রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয়। একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ‘ভোট পরবর্তী হিংসা’ ঘটেছে বলে সরব হয়েছে বিজেপি। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ্য বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ সেই সময় দাবি করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। পুলিশের তরফে এই হিংসা রুখতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূলের তরফে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছিল। রাজ্যের শাসকদলের দাবি ছিল, ভোটে পরাজয়ের পরে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই এই বিষয় নিয়ে অভিযোগ করা তুলেছে রাজ্যের বিরোধী দল। সেই বিষয় নিয়েই রাজনৈতিক চাপানউতর জোরদার হয়। আর তাতেই একের পর এক নাম জড়ায় শাসকদলের হেভিওয়েট নেতার। এবার নাম জড়াল অন্য এক হেভিওয়েট নেতা দেবরাজ চক্রবর্তীর। আপাতত তদন্তে তাঁর বিচার কোনদিকে যায় সেইটাই দেখার।

You may also like