Home Featured Mahatma Gandhi Statue: কানাডার পর ভাতিন্ডায়, গান্ধীমূর্তি ভাঙল দুষ্কৃতীরা

Mahatma Gandhi Statue: কানাডার পর ভাতিন্ডায়, গান্ধীমূর্তি ভাঙল দুষ্কৃতীরা

by Anamika Nandi

মহানগর ডেস্ক: গত বুধবার কানাডার রিচমন্ড হলে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তি ভেঙেছে একদল দুষ্কৃতী। এই ঘটনা জানাজানি হতেই অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এবার পঞ্জাবের (Punjab) ভাতিন্ডা। শুক্রবার গভীর রাতে ভাতিন্ডায় গান্ধীমূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। ঘটনাটি শনিবার প্রকাশ্যে জানিয়েছে পুলিশ। সূত্র অনুযায়ী, মূর্তি ভাঙচুরের সঙ্গে সেই মূর্তির মাথা নিয়ে চলে গিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।

মূলত ঘটনাটি ঘটেছে ভাতিন্ডার রাম্মান মান্ডি এলাকার একটি পার্কে। যেখানে ছিল মহাত্মা গান্ধীর ওই মূর্তি। ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে রাম্মান মান্ডি থানায়। ওই থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়ে গিয়েছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৪২৭ ধারায় দায়ের হয়েছে মামলা। সেইসঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এদিন পার্কে থাকা গান্ধী মূর্তি দুষ্কৃতীদের ভেঙ্গে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সেখানকার কংগ্রেস নেতারা ঘটনার নিন্দে জানিয়েছেন। ওই এলাকার কংগ্রেস সভাপতি অশোক কুমার সিংলা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। কানাডার অন্টারিও প্রদেশে গান্ধী মূর্তি ভাঙার কয়েক দিনের মাথায় পঞ্জাবের ভাতিন্ডায় ঘটেছে একই ঘটনা‌। ওইদিন রিচমন্ড হলের বিষ্ণু মন্দিরে ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে টরোন্টোয় থাকা ভারতীয় দূতাবাস। তারা কানাডা সরকার কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। এদিন ওই একই ঘটনা পঞ্জাবের ভাতিন্ডায় হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃত্বরাও।

You may also like