Home Uncategorized First Hindu UK Prime Minister : হিন্দু ধর্মীয় উত্তরীয় পরে ব্রিটিশবাসীকে হাত নেড়ে অভিনন্দন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর

First Hindu UK Prime Minister : হিন্দু ধর্মীয় উত্তরীয় পরে ব্রিটিশবাসীকে হাত নেড়ে অভিনন্দন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গলায় হিন্দুদের লাল কালায়া (Kalawa) বা মৌলি, যা হিন্দুদের কাছে অতি পবিত্র, গলায় সেই উত্তরীয় পরে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী (First Hindu UK Prime Minister) হিসেবে বক্তব্য রাখলেন ঋষি সুনাক। লাল রঙের উত্তরীয় হিন্দুদের সবরকম ধর্মীয় অনুষ্ঠানে পরা হয়। দেবতাদের কাছে প্রার্থনা করার সময় গলায় এই লাল উত্তরীয় জড়িয়ে থাকেন হিন্দুরা (Hindu)। কাপড়ের লাল দাগ দেওয়া সুতির পাতলা কাপড়কে মৌলি বা কালায়া অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দেবতাকে এই কাপড় পুজোয় সময় দিয়ে প্রার্থনা,অর্চনা চলে। হিন্দুদের যে কোনও পুজোয় মৌলি হল অবিচ্ছেদ্য অঙ্গ।

এটি হাতে পরে শত্রুদের জয় করা সম্ভব এবং আত্মরক্ষায় এটি সাহায্য করে হিন্দুরা বিশ্বাস করেন। দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এসে কালায়া পরে সানুক বাইরে থাকা ব্রিটিশবাসীর উদ্দেশ্যে হাত নাড়েন। মঙ্গলবার ইতিহাস গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সানুক। তিনিই প্রথম অশ্বেতাঙ্গ মানুষ, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন। এবং দুশো বছর পর তিনি হলেন সবচেয়ে কম বয়সে কুর্সিতে বসার রেকর্ডও করেছেন সুনাক। তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী,যাঁকে শপথ পাঠ করান নতুন রাজা তৃতীয় চার্লস। দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে সুনাক বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ভুলের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। তবে ট্রাসের প্রশংসাও করে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন তিনি তাঁর পূর্বসূরি লিজ ট্রাসকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি দেশের আর্থিক বিকাশ করতে চেয়ে ভুল করেননি। এটা একটা মহৎ উদ্দেশ্য এবং তাঁর নিরন্তর পরিবর্তন আনার উদ্যোগের প্রশংসা করছেন। কোনও কোনও ভুল হয়ে যায়। সেটা খারাপ উদ্দেশ্য থেকে তৈরি হয় না।

You may also like