মহানগর ডেস্ক: কুয়েতের পর এবার পাকিস্তানে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের জেরে ভারতীয় পণ্য দেশে নিষিদ্ধ করার জন্য পাক সরকারকে (Pak Government) পরামর্শ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্যকে ভারতের বিরূদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইমরান। ইসলামাবাদে আইনজীবীদের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি পাক জনগণকে ভারতীয় পণ্য ‘না’ কেনার কথা বলেন। সেইসঙ্গে ভারতের কড়া সমালোচনার পাশাপাশি শাহবাজ শরিফ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
প্রসঙ্গে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান বলেন, ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঘৃণার রাজনীতি করছে মোদি নেতৃত্বাধীন সরকার। তাঁর কথায়, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি টুইটারে তিনি লেখেন, ‘নবী সম্বন্ধে ভারতের বিজেপি নেত্রী যে ধরনের মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নরেন্দ্র মোদির শাসনকালে ভারতে ধর্মীয় স্বাধীনতাকে যেভাবে পদদলিত করা হচ্ছে, তার প্রতিবাদ করা উচিত। নিপীড়িত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা’।
আরও পড়ুন: গত ৮ বছরে দেশে স্টার্টআপের সংখ্যা কয়েকশো থেকে বেড়ে ৭০,০০০ -এরও বেশি হয়েছে: নরেন্দ্র মোদি
ইমরান খানের কথায়, মুসলমানদের ভাবাবেগকে গভীর ভাবে আঘাত করেছে মিসেস শর্মার মন্তব্য। এই মর্মে তিনি পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সূত্র অনুযায়ী, যদিওবা ইমরান খানের মন্তব্যকে গুরুত্ব দিতে চায়না নয়াদিল্লি। সম্প্রতি ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। সরকার থেকে জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি তিনি। যার ফলে সেদেশে তৈরি হয়েছে ক্ষোভ। আর তার মধ্যেই প্রলেপ লাগাতে ধর্মকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
এমনিতে হজরত মহম্মদ বিতর্কে রাগে ফুঁসছে কুয়েত সহ ১০টি ইসলামিক দেশ। ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে কুয়েতের একটি সুপার মার্কেটে। দিনদিন বিরোধিতার সুর চড়াও হচ্ছে। এরমধ্যেই ইমরানের ভারতীয় পণ্য বয়কট করার ডাক নতুন করে বিতর্ক তৈরি করেছে।