Home Featured Uddhav Thackeray: বিধায়কদের পর এবার সাংসদরা পা বাড়িয়েছে শিণ্ডে শিবিরে, বড় ধাক্কা উদ্ধবের

Uddhav Thackeray: বিধায়কদের পর এবার সাংসদরা পা বাড়িয়েছে শিণ্ডে শিবিরে, বড় ধাক্কা উদ্ধবের

by Anamika Nandi

মহানগর ডেস্ক: শিবসেনার ১৯ জন সাংসদের মধ্যে ১২ জন পা বাড়ালেন শিণ্ডে শিবিরে (Shinde Cap)। সূত্র অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভার পর এবার সংসদে বড়সড় ধাক্কার মুখে ঠাকরে শিবির (Uddhav Thackeray)। জানা গিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন ওই ১২ জন বিধায়ক এবং তাঁদেরকে সেনা শিবির থেকে আলাদাভাবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

এখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। ইতিমধ্যেই মহারাষ্ট্র বিধানসভায় কার্যত শক্তিহীন হয়ে গিয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁকে টেক্কা দিয়ে দলের অধিকাংশ বিধায়কের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন শিণ্ডে। এদিকে মহারাষ্ট্রের স্পিকারও শিণ্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা বলে স্বীকৃতি দিয়েছেন। যদিও পাল্টা তাঁর বিরুদ্ধে মামলা করেছেন উদ্ধবরা। এবার জানা গিয়েছে, শিবসেনার ১২ জন লোকসভার সাংসদ নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার দাবি করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডেতর সঙ্গে তাঁরা ভার্চুয়ালি বৈঠক করেছেন।

সূত্র অনুযায়ী, সাক্ষাৎ করেছেন দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে। তাই এই ১২ জন সেনা শিবির ছাড়লে লোকসভাতেও শক্তিহীন হয়ে পড়বেন উদ্ধব ঠাকরে। এমনিতে শিবসেনার মোট সাংসদ সংখ্যা ১৯ জন। তার মধ্যে থেকে ১৮ জনই মহারাষ্ট্র থেকে। যদি ১২ জন দল বদল করেন, তাহলে লোকসভায় কমজোর হয়ে পড়বে শিব সেনা। বিধায়কের পর এবার সাংসদরাও দল ছাড়তে প্রস্তুত।

সম্প্রতি সাংসদদের চাপে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন ঠাকরে। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ঠাকরের সিদ্ধান্ত দলের সাংসদরা মানবেন কিনা, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে।

You may also like