Home Featured Rahul Gandhi: টানা দু’দিনের ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বুধবার ফের তলব রাহুলকে

Rahul Gandhi: টানা দু’দিনের ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বুধবার ফের তলব রাহুলকে

by Anamika Nandi

মহানগর ডেস্ক: পরপর দু’দিন টানা জিজ্ঞাসাবাদের পরও রাহুল গান্ধীর (Rahul Gandhi) উত্তরে সন্তুষ্ট হচ্ছে না ইডি (ED)। বুধবার ফের তলব করা হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোমবার প্রথম জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে। সেদিন প্রায় ১০ ঘণ্টার কাছাকাছি জেরা করা হয়েছে প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। কিন্তু সেদিন তাঁর সব জবাবে সন্তুষ্ট করা যায়নি তদন্তকারী আধিকারিকদের। ফের মঙ্গলবার তাঁকে তলব করা হয়। এদিন গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর, আজ ফের তাঁকে ইডির দফতরে ডাকা হয়েছে।

সূত্র অনুযায়ী, দ্বিতীয় দিন কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট হতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যে কারণে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ফের ডাকা হয়েছে দফতরে। একইভাবে এদিনও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংস্থার অফিসে যাওয়ার চেষ্টা করেছেন দলের বর্ষীয়ান নেতারা। তবে তাঁদের সেই কাজে বাধা দেওয়া হয়। বুধবার ফের কেসি বেণুগোপাল, অধীর চৌধুরী, রণদীপ সুরজেওয়ালা, ইমরান প্রতাপগ্রাহীর মতো সিনিয়র নেতাদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:সেই তিনিই! থাইল্যান্ডে আটকে পড়া ব্যক্তিকে ঘরে ফেরালেন সোনু

অভিযোগ উঠেছে, বর্ষীয়ান নেতাদের আটক করে সোজা থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি সহ বেশকিছু নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এদিকে জানা গিয়েছে, বুধবার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির শীর্ষ আধিকারিকরা। ফের দিল্লির রাজপথ উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে আজ। আগাম প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন।

You may also like