মহানগর ডেস্ক: দেহঘর, পারওয়ানুর পর এবার উত্তরাখণ্ড। রবিবার তেহরির (Tehri) সুরকানন্দা দেবী মন্দিরের (Surkanda Devi Temple) পথে মাঝ আকাশে আটকে যায় রোপওয়ে। এবার পর্যটকদের তালিকায় নাম ছিল উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কের (BJP MLA)। প্রায় ৪৫ মিনিট ধরে মাঝ আকাশে আটকে ছিল ৬০ জন পর্যটক।
তবে সুরক্ষিতভাবে সকলকেকে উদ্ধার করা গিয়েছে। আগের ঘটনার থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি এদিন উদ্ধারকার্যে নেমে পরে দল। তেহরির গারওয়ালের এসএসপি নবনীত ভুল্লার জানিয়েছেন, ‘আটকে থাকা রোপওয়ে ফের চালু হয়েছে। প্রত্যেককেই সুরক্ষিতভাবে উদ্ধার করা গিয়েছে। বর্তমানে রোপওয়ে সার্ভিস স্বাভাবিক হয়ে গিয়েছে’। চলতি বছরে এই নিয়ে পরপর বেশ কয়েকটি রোপওয়ে বিভ্রাটের ঘটনা ঘটেছে। গত ২০ জুন হিমাচল প্রদেশের পারওয়ানুতে ওঠে মাঝপথে আটকে যায় রোপওয়ে। যদিও ঘন্টা আড়াই পর সবাইকে সুরক্ষিতভাবে উদ্ধার করা গিয়েছিল।
এর আগে দেওঘরে ১৬ ঘণ্টা ধরে মাঝ আকাশে আটকে ছিলেন ৪০ জন পর্যটক। সেই সময় তিনজনের মৃত্যু ঘটে। যে রোপওয়ের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ আটকে পরা ব্যক্তিদের মধ্যে ছিলেন বাঙালি পর্যটকরাও। এমনকি এই ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রায় ১৬ ঘণ্টা মাঝআকাশে আটকে থাকার পর ভারতীয় বায়ু সোনার দু’টি হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাতেও বাঁচানো যায়নি তিন জনকে। এরপর এই ধরণের ঘটনা হলেও, পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।