মহানগর ডেস্ক: পোষা যাবে না পিটবুল. রটওয়েলারের মতো (Pit bull And RotWeler Dogs) কুকুর। তাদের হিংস্র আচরণের শিকার হচ্ছেন বহু মানুষ। তাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিষিদ্ধ করে দেওয়া হল এই দুটি জাতের কুকুর পোষা (Aggressive Pet Dogs Banned) । এই দুটি ব্রিডের কুকুরের কামড়ে অনেককেই নাজেহাল হয়েছেন। হিংস্র হামলায় এর আগে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দাঁত, নখের আঁচড়ে অনেকেই ক্ষত বিক্ষত হয়েছে। গাজিয়াবাদে (Gaziabad) ওই দুই প্রজাতির কুকুরের হিংস্র হামলার ঘটনা বেড়ে চলায় একটি প্রস্তাব আনেন সেখানকার এক বিজেপি কাউন্সিলার।
ওই প্রস্তাবে রটওয়েলার, পিটবুল কুকুর পোষায় নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়। বিজেপি কাউন্সিলের সেই প্রস্তাব অনুমোদন করেন গাজিয়াবাদ পুরনিগমের মেয়র আশা শর্মা। পাশাপাশি যাঁরা কুকুর পোষেন, তাঁদের জন্য একাধিক নিয়মও বলবৎ করা হয়েছে। যাঁরা এই জাতের কুকুর পোষেন, তাদের পোষা কুকুরদের নির্বীজকরণ করতে হবে দু মাসের মধ্যে। মিউনিসিপাল কর্পোরেশনে ওইসব কুকুরদের নথিভুক্ত করাতে হবে। তাদের পাঁচ হাজার টাকা জরিমানাও দেওয়ার কথা জানিয়েছেন কর্পোরেশন।
যাঁরা কুকুর পুষতে চান, তাদের জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে তারা। যেমন সমস্ত পোষা কুকুরকে কর্পোরেশনের খাতায় নথিভুক্ত করতে হবে। দুটি কুকুরের বেশি আরও কুকুর পোষা যাবে না। কুকুরের বিষ্ঠা পরিষ্কার করার দায়িত্ব তাদেরই নিতে হবে। তবে রাস্তার কুকুরদের আরডবলিউএ দায়িত্ব নেবে। কেউই বাড়ির বাইরে কুকুরদের খাওয়াতে পারবেন না। কোথায় তাদের খাওয়ানো হবে তা ঠিক করবে আরডবলিউএ। তাদের পার্ক, লিফট-সহ প্রকাশ্য স্থানে নিয়ে যাওয়ার সময় গলায় চেন বাঁধা বাধ্যতামূলক। পিটবুল,রটওয়েলারের পাশাপাশি ডোগো আর্জেন্টনো পোষাতেও নিষধাজ্ঞা জারি করেছে গাজিয়াবাদ কর্পোরেশন।