Home Entertainment Aindrila Sharma : চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী, ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে ঐন্দ্রিলাকে

Aindrila Sharma : চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী, ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে ঐন্দ্রিলাকে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : নিজের জীবনের ‘জিয়নকাঠি’ শক্ত করে ধরে রেখেছো ঐন্দ্রিলা। এত সহজে হাল ছাড়ার পাত্রী নয় সে। সেই কারণেই দুইবার ক্যান্সারকে জয় করে এবার একবার ঘুরে দাঁড়ানোর লড়াইতে সাড়া দিচ্ছে সে। নভেম্বরের প্রথম দিন আজমকা ব্রেন স্ট্রোক হয় তার। সেই থেকে আস্তে আস্তে হাত-পা অসার হয়ে গিয়েছিল। বমি হয়েছিল তারপর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে কার্যত চৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি।

তবে ছটা দিন কাটার পর আস্তে আস্তে ফাইটার ঐন্দ্রিলা ফিরছে। হাসপাতাল সূত্রে খবর অভিনেত্রীর সংক্রমণ অনেকটা কমেছে। যা নিঃসন্দেহে একটি ভাল লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা। ধীরে ধীরে জ্বর কমে আসছে তার। এদিন শেষবার ৯৯ পর্যন্ত জ্বর এসেছিল তার। যা ইতিবাচক ঘটনা। সাড় ফিরছে শরীরে হাতে পায়ে। ধীরে ধীরে রক্তচাপ কমছে। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। তবে স্নায়ুর অবস্থা একই রকম। চিকিৎসকরা ভেন্টিলেশন সাপোর্ট কমানো হয়েছে তার।

গত ৫ নভেম্বর ট্রেকিওস্টমি করা হয়েছে ঐন্দ্রিলার। ধীরে ধীরে তিনি সরে উঠেছেন বলে মনে করছেন চিকিৎসকেরা। তরফ থেকে জানা গিয়েছে সামান্য নড়াচড়া করেছেন অভিনেত্রী। মতোই ১ তারিখ থেকে হাসপাতালে রয়েছেন সব্যসাচী চৌধুরী। প্রকৃত বন্ধুর মত ছায়া সঙ্গী হিসেবে রয়েছেন তিনি। যদিও মিডিয়াকে কোনরকম কথা জানাননি তিনি। তবে সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন… ‘ওকে নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে নিয়ে যাব এর অন্যথা কিছু হবে না’।

You may also like