মহানগর ডেস্ক: হার মেনে গেলে শতকোটি মানুষের প্রার্থনা। মাত্র ২৪ বছর বয়সী চিরনিদ্রার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দীর্ঘ ২০ দিন ধরে টানা লড়াই শেষে আর ফিরতে হল না বাড়ি। জয় করতে পারলেন না তিনি মৃত্যুকে। গোটা টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
১ নভেম্বর ব্রেন স্ট্রোকের পর থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে আজ পর্যন্ত টানা ২০ দিন তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি হাসপাতালে উপস্থিত ছিলেন বন্ধু সব্যসাচী চক্রবর্তীও। সব্যসাচীই সোশ্যাল মিডিয়ার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি সম্পর্কে নানা তথ্য দিয়ে আসছিল গত ১৯ দিন যাবত। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যার পর আচমকাই দেখা যায়, সব্যসাচীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে উধাও হয়ে গিয়েছে বান্ধবীকে নিয়ে করা সব ধরণের পোস্ট। তখন থেকেই আপছা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ার।
এরপর শনিবার রাতে পরপর প্রায় ১০ বার হার্ট অ্যাটাক হয়ে যায় ঐন্দ্রিলার। যার পর থেকে ভেন্টিলেশনের সর্বোচ্চ মাত্রার সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তার সঙ্গে সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু সমস্তটাই আজ মিথ্যে। হাজারও মানুষের সোশ্যাল মিডিয়া জুড়ে করা প্রার্থনা সবটাই হারিয়ে দিল ঐন্দ্রিলার যুদ্ধকে।
প্রসঙ্গত, পরপর দু’বার ক্যান্সার আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু’বারই তিনি ক্যান্সারের মতো মারণ রোগকে পরাজিত করে ফিরে এসেছিলেন জীবনের স্বাভাবিক ছন্দে। কিন্তু এই স্বাভাবিক জীবনের মাঝেই কাঁটা হয়ে বসে ব্রেন স্টোক। যার ফলেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং ভর্তি করা হয় তাঁকে হাসপাতালে।